Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

কে আমাদের অর্থমন্ত্রী? গুলিয়ে দিল কেন্দ্রই

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দু’টি নাম ঘুরছে দু’টি কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে। একটি, অরুণ জেটলির। অন্যটি- পীযূষ গয়াল।

পীযূষ গয়াল (বাঁ দিকে) এবং অরুণ জেটলি। -ফাইল চিত্র।

পীযূষ গয়াল (বাঁ দিকে) এবং অরুণ জেটলি। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ২০:১৪
Share: Save:

এখন আমাদের দেশের অর্থমন্ত্রী কে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সটান প্রশ্নটা করে বসল কংগ্রেস।

এই মজা-মস্করার ‘সুযোগ’টা কংগ্রেসের হাতে তুলে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীরই দু’টি দফতরের ওয়েবসাইটে দেওয়া দু’রকম তথ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও-র ওয়েবসাইট দেশের অর্থমন্ত্রী হিসেবে জানাচ্ছে এক জনের নাম। আর কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ওয়েবসাইট অন্য নাম দিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দু’টি নাম ঘুরছে দু’টি কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে। একটি, অরুণ জেটলির। অন্যটি- পীযূষ গয়াল।

আর তা দেখেই টুইট করেন কংগ্রেসের মণীশ তিওয়ারি, সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে। জানতে চান, ‘‘আমাদের অর্থমন্ত্রী তা হলে কে? দেশের নাগরিকদের জানানো উচিত প্রধানমন্ত্রীর, কে এখন আমাদের অর্থমন্ত্রী?’’

আরও পড়ুন- কুকুর মরলেও কি মোদীকে বলতে হবে? গৌরী-হত্যায় মন্তব্য শ্রীরাম সেনার​

আরও পড়ুন- সব ভোটে একটিই তালিকা চান মোদী​

ঘটনা হল, অরুণ জেটলির চিকিৎসা শুরু হওয়ার পর গত ১৪ মে অর্থমন্ত্রীর বাড়তি দায়িত্ব দেওয়া হয় পীযুষ গয়ালকে।

পিএমও-র ওয়েবসাইটে অরুণ জেটলিকে বলা হয়েছে ‘দফতরহীন মন্ত্রী’। আর অর্থ মন্ত্রকের ওয়েবসাইটে অর্থমন্ত্রী হিসেবে লেখা রয়েছে পীযূষ গয়ালের নাম, সঙ্গে রেল, কয়লা ও কর্পোরেট অ্যাফেয়ার্স দফতরটিও রয়েছে তাঁর নামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE