Advertisement
১৬ এপ্রিল ২০২৪

নজরে উচ্চ বর্ণের ভোট

এই জাতপাতের সমীকরণকে মাথায় রেখেই প্রদেশ নেতৃত্বকে সাজাতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০৩:১১
Share: Save:

শুধুই আরজেডির ভরসায় নয়, বিহারে নিজেদের সংগঠিত করেই আগামী লোকসভা নির্বাচনে লড়তে চাইছে কংগ্রেস। আজ রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক শক্তি সিংহ গোহিল প্রদেশ কংগ্রেস দফতর, সদাকত আশ্রমে দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথাই জানিয়েছেন। তিনি বলেন, ‘‘রাজ্যে আমাদের সংগঠন চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে।’’ বিহারকে বিশেষ মর্যাদার যে দাবি নীতীশ জানিয়ে আসছেন তাকেও সমর্থন জানিয়েছেন তিনি।

নীতীশ কুমারের জনপ্রিয়তা কমছে বলে মনে করছে কংগ্রেস। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপির পাল থেকে উচ্চ বর্ণের ভোট নিজেদের দিকে টানাই কংগ্রেসের উদ্দেশ্য। এই জাতপাতের সমীকরণকে মাথায় রেখেই প্রদেশ নেতৃত্বকে সাজাতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shaktisinh Gohil Narendra Modi Bihar Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE