Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

ডেবি ‘পাকিস্তানের ছায়া’, ব্রিটিশ সাংসদকে ফেরত পাঠানো সমর্থন করল কংগ্রেস

ইমিগ্রেশন আধিকারিকরা মঙ্গলবার ব্যাখ্যা দিয়েছেন, কাকে ভিসা দেওয়া হবে বা হবে না, তা সম্পূর্ণ ভিসা প্রদানকারী দেশের এক্তিয়ারে পড়ে।

ব্রিটিশ সাংসদ ডেবি অ্যাব্রামস।

ব্রিটিশ সাংসদ ডেবি অ্যাব্রামস।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৫
Share: Save:

শুধু সরকার পক্ষ নয়, ব্রিটিশ সাংসদ ডেবি অ্যাব্রামসের ভিসা বাতিল করে দেশে ফেরানো সমর্থন করল বিরোধীরাও। ডেবির বিরুদ্ধে পাকিস্তান ও আইএসআই যোগের অভিযোগ তুলে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, ওঁকে ফেরত পাঠিয়ে ঠিকই করেছে ভারত সরকার। অন্য দিকে কেন্দ্রের তরফে আজ মঙ্গলবার বলা হয়েছে, ‘‘ডেবির কাজকর্ম জাতীয় স্বার্থের পরিপন্থী বলেই তাঁর ভিসা বাতিল করা হয়েছে।’’

সোমবার সকালে বিজনেস ভিসা নিয়ে দিল্লি বিমানবন্দরে নামেন ব্রিটিশ সাংসদ তথা সে দেশে কাশ্মীর সংক্রান্ত ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’-এর চেয়ারপার্সন ডেবি অ্যাব্রামস। কিন্তু বিমানবন্দরেই তাঁর ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে সেই ভিসা বাতিল নিয়ে সরব হন ডেবি। তাঁর দাবি, ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও তাঁকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। মেয়াদ রয়েছে সেটা বোঝাতে ভিসার একটি ছবিও টুইটারে পোস্ট করেন ডেবি।

কিন্তু ইমিগ্রেশন আধিকারিকরা মঙ্গলবার ব্যাখ্যা দিয়েছেন, কাকে ভিসা দেওয়া হবে বা হবে না, তা সম্পূর্ণ ভিসা প্রদানকারী দেশের এক্তিয়ারে পড়ে। তা ছাড়া ডেবির ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এ বার উনি পারিবারিক সফরে এসেছিলেন। ব্যবসায়িক ভিসায় ব্যক্তিগত সফর করা যায় না। এই সব কারণেই তাঁর ভিসা বাতিল করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে পরেই ভারতের কাশ্মীর নীতির সমালোচনা করেছিলেন এই ডেবি। ব্রিটেনে কাশ্মীর সংক্রান্ত ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’-এর চেয়ারম্যান হিসেবে ওই সময় ব্রিটেনে ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি লিখেছিলেন ডেবি। পরেও একাধিক বার কাশ্মীর ইস্যুতে সরব হয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কাশ্মীর নিয়ে মোদী সরকারের সমালোচনা করাতেই কি তাঁকে দেশে ফেরত পাঠানো হল?

আরও পডু়ন: ‘নীতীশকে তো কেউ প্রশ্নই করে না’, বিতর্কে আহ্বান জানিয়ে বললেন প্রশান্ত কিশোর

আরও পড়ুন: বিদ্রোহ, কেলেঙ্কারি সব ছাপিয়ে তাপসের জন্য রয়ে গেল চোখের জল

তবে সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। অভিষেক মনু সিঙ্ঘভি ডেবিকে ‘পাকিস্তানের ছায়া’ সম্বোধন করে বলেন, ‘‘প্রকৃতপক্ষেই ডেবি অ্যাব্রামসকে দেশে ফেরত পাঠানো জরুরি ছিল। কারণ উনি শুধু এক জন সাংসদ নন, পাকিস্তানের ছায়া। পাক সরকার ও আইএসআই-এর সঙ্গে তাঁর সখ্য কারও অজানা নয়। ভারতের সার্বভৌমত্বে আঘাত করে এমন যে কোনও পদক্ষেপকেই রোখা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debbie Abrahams
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE