Advertisement
২৫ এপ্রিল ২০২৪

লালু প্রসাদের সঙ্গে দেখা গহলৌতের

যে দিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে পটনায় বৈঠক করলেন বিজেপি সভাপতি অমিত মিত্র, সে দিনই লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌত। জোট রাজনীতির নিরিখে বুধবার দিনটা এ ভাবেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠল বিহারে।

লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌত। ছবি:পিটিআই।

লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌত। ছবি:পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০৪:২২
Share: Save:

যে দিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে পটনায় বৈঠক করলেন বিজেপি সভাপতি অমিত মিত্র, সে দিনই লালু প্রসাদের সঙ্গে দেখা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌত। জোট রাজনীতির নিরিখে বুধবার দিনটা এ ভাবেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠল বিহারে।

ক’দিন আগেই নীতীশ ঘোষণা করেছেন, বিজেপির হাত ধরেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে যাবেন তিনি। আগে নীতীশকে স্বাগত জানানো কংগ্রেস তার পরেই বলে দিয়েছে, জেডিইউ-এর জন্য তাদের জোটের দরজা বন্ধ। কিন্তু মুখে বললে কী হবে, কংগ্রেসের একাংশ এখনই নীতীশকে পাশে পাওয়ার আশা ছাড়তে নারাজ। তবে লালুর অনুপস্থিতিতে দলের হাল ধরা তেজস্বী তো নীতীশকে ফের জোটে নেওয়ার ঘোর বিরোধী। কংগ্রেস সূত্রের খবর, তাই আজ লালুর সঙ্গে দেখা করতে এসেছিলেন গহলৌত।

লালুর বাড়ি থেকে বেরিয়ে গহলৌত বলেন, ‘‘জোট ভেঙে নীতীশ বড় ভুল করেছেন। তাঁকে পস্তাতে হবে।’’ কংগ্রেস সূত্রের বক্তব্য, আসলে বিজেপির সঙ্গে নীতীশের যাওয়া মানতে পারছে না কংগ্রেস। নীতীশকে ফেরাতে সে কারণেই মরিয়া কংগ্রেস। অমিতের সঙ্গে বৈঠকের দিনই পটনা পৌঁছে তাই জল মাপতে চাইছেন দলীয় নেতৃত্ব। এ দিনই দলের প্রদেশ সদর দফতর সদাকত আশ্রমে রাজ্য নেতাদের গহলৌত বলেন, জোট রাজনীতিতে কংগ্রেসের লাভ নেই। কিন্তু রাজ্যে কংগ্রেস দুর্বল বলেই বাধ্য হয়ে জোট করতে হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE