Advertisement
১৮ এপ্রিল ২০২৪

তিন রাজ্যে জয় চায় কং‌গ্রেস

তিন বিধানসভায় সমঝোতার পথ বন্ধ করে দিয়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী। কিন্তু এই তিন রাজ্যে জিতেই লোকসভায় দর কষাকষি করতে চায় রাহুল গাঁধীর দল। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ০৪:৩৮
Share: Save:

তিন বিধানসভায় সমঝোতার পথ বন্ধ করে দিয়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী। কিন্তু এই তিন রাজ্যে জিতেই লোকসভায় দর কষাকষি করতে চায় রাহুল গাঁধীর দল।

সনিয়া গাঁধীর একদা রাজনৈতিক সচিব আহমেদ পটেল আজ এমনটাই ইঙ্গিত দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ শিবিরে। গতকাল হঠাৎই মায়াবতী ঘোষণা করে দেন, আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবেন না তিনি। কিন্তু রাহুল গাঁধী ও সনিয়া গাঁধীর উপরে আস্থা প্রকাশ করেন। ঘনিষ্ঠ শিবিরে আহমেদ পটেল

আজ বলেন, ‘‘এ থেকে স্পষ্ট বিধানসভায় আর কোনও জোটের সম্ভাবনা নেই মায়াবতীর সঙ্গে। কিন্তু লোকসভার দরজা তিনি নিজেই খোলা রেখেছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে কংগ্রেস জিতলে তিনি বুঝবেন এ বারে লোকসভায় জোট করা দরকার।’’

এবিপি নিউজ ও সি-ভোটারের সমীক্ষাতেও আজ দেখা গিয়েছে যদি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি একসঙ্গে লড়ে, কিন্তু কংগ্রেসকে আলাদা রাখে তাহলে লোকসভায় উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে এনডিএ-র ভাগ্যে যাবে ৩৬টি আসন। এসপি-বিএসপি-র ৪২ আর ইউপিএ-র মাত্র ২টি আসন। কিন্তু কংগ্রেসও যদি বিরোধী জোটে

শামিল হয়, সে ক্ষেত্রে এনডিএ-র সংখ্যা কমে দাঁড়াবে ২৪-এ। আর মহাজোট পাবে ৫৬টি আসন। কিন্তু মায়াবতী একা লড়ার সিদ্ধান্ত নিলে এনডিএ প্রায় ২০১৪ সালে পাওয়া আসন সংখ্যার কাছাকাছি পৌঁছে যাবে। ৭০টি আসন পেয়ে যেতে পারে তারা।

মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমল নাথ বলেন, ‘‘আমি আগে থেকেই জানতাম এ রাজ্যে সমঝোতা হবে না মায়াবতীর সঙ্গে। মাত্র ৬ শতাংশ ভোট নিয়ে মায়াবতী ৫০টি আসন চাইছিলেন। সেটি দিলে বিজেপিকেই পুরো আসন উপহার দেওয়া হত।’’

কংগ্রেসের এক নেতা বললেন, ‘‘আসলে মায়াবতী বিজেপির হাতে তামাক খেয়ে বুঝতে পারছেন না, কংগ্রেসের সঙ্গে বাস্তব পরিস্থিতি মেনে সমঝোতা করা উচিত। সেটি বুঝবেন তিন রাজ্যে কংগ্রেস জিতলে। তখন লোকসভাতেও তিনি আসন সমঝোতায় রাজি হতে বাধ্য হবেন।’’

গত কাল কংগ্রেস ও মায়ার বিবাদে বহুজন নেত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন অখিলেশ যাদব। তিনি বলেছিলেন, ‘‘সিবিআই বা ইডির চাপের মুখে মাথা নোয়ানোর পাত্র নন মায়াবতী। কংগ্রেসকেই বড় মন করে জোটের কথা ভাবতে হবে।’’ অখিলেশও তিন রাজ্যের বিধানসভা ভোটে জোটের কথা ভাবছেন। কমল নাথ জানান, অখিলেশের সঙ্গে আলোচনা চলছে। তবে কংগ্রেস নেতৃত্বের মতে, তাঁর সঙ্গেও অন্য রাজ্যে সমঝোতা হলেও দু’ একটি আসনে হবে। এর বেশি নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE