Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রকল্পের দায় নিলেন না গগৈ

বিতর্কিত মধ্য সিয়াং জলবিদ্যুত্ প্রকল্পে রাজ্য সরকার সম্মতি দেয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ তিনি এক বিবৃতিতে জানান, অরুণাচলে প্রস্তাবিত ৯৬০০ মেগাওয়াট ক্ষমতার ‘মিডল সিয়াং জলবিদ্যুত্ প্রকল্প’ নিয়ে অসমের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনাই করেনি। অথচ কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী বারবার দাবি করছেন কেন্দ্র অসমের সঙ্গে আলোচনা করেই বাঁধ গড়ার পরিকল্পনা করছে।

নিজস্ব সংবাদদাদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:১০
Share: Save:

বিতর্কিত মধ্য সিয়াং জলবিদ্যুত্ প্রকল্পে রাজ্য সরকার সম্মতি দেয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ তিনি এক বিবৃতিতে জানান, অরুণাচলে প্রস্তাবিত ৯৬০০ মেগাওয়াট ক্ষমতার ‘মিডল সিয়াং জলবিদ্যুত্ প্রকল্প’ নিয়ে অসমের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনাই করেনি। অথচ কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী বারবার দাবি করছেন কেন্দ্র অসমের সঙ্গে আলোচনা করেই বাঁধ গড়ার পরিকল্পনা করছে। গগৈ বলেন, ‘‘উমা ভারতী যে ভাবে মানুষকে ভুল বোঝাচ্ছেন, সেই মিথ্যাচার এনডিএ সরকারেরই চরিত্র।’’ এই সুবৃহত্ বাঁধ গড়ার বিরুদ্ধে অসমে আন্দোলন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের জলসম্পদ মন্ত্রী বসন্ত দাসও জানান, এ নিয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক কোনও চিঠি রাজ্যকে দেয়নি। রাজ্য সরকারের সম্মতি দেওয়ার প্রশ্নই ওঠে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

water electricity project Controversy Tarun Gogoi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE