Advertisement
২০ এপ্রিল ২০২৪

মাছে ফরম্যালিন, তদন্ত কমিটি অন্ধ্রে

ট্রাকের তোলার সময় অন্ধ্রপ্রদেশে মাছে ফরমালিন দেওয়া হচ্ছে না। অন্ধ্র সরকারের সন্দেহ, এই কাজটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়ায়। উত্তর-পূর্বে বিভিন্ন রাজ্যে চালানি মাছে ফরমালিন মেশানো থাকছে বলে আমদানি বন্ধ রয়েছে। চালানি মাছের সিংহভাগই আসে মূলত অন্ধ্রপ্রদেশ থেকে।

রাজীবাক্ষ রক্ষিত
গুয়াহাটি শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০৩:২০
Share: Save:

ট্রাকের তোলার সময় অন্ধ্রপ্রদেশে মাছে ফরমালিন দেওয়া হচ্ছে না। অন্ধ্র সরকারের সন্দেহ, এই কাজটা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়ায়। উত্তর-পূর্বে বিভিন্ন রাজ্যে চালানি মাছে ফরমালিন মেশানো থাকছে বলে আমদানি বন্ধ রয়েছে। চালানি মাছের সিংহভাগই আসে মূলত অন্ধ্রপ্রদেশ থেকে।

মাছে ফরমালিন মেশানোর বিস্তর অভিযোগ আসার পরে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর নির্দেশে রাজ্য মৎস দফতর তদন্তে নেমেছে। একই সঙ্গে অসম ও উত্তর-পূর্বের অন্য রাজ্যের মুখ্যসচিবদের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, শীঘ্রই অন্ধ্র সরকারের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখতে উত্তর-পূর্বে আসবেন। অন্ধ্র সরকার জানিয়েছে, অভিযোগ আসার পরে সে রাজ্যে রফতানির জন্য মজুত সব মাছের নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানে ফরমালিন পাওয়া যায়নি। রাজ্য থেকে পাঠানো সব মাছের গুণমান পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অন্ধ্র মৎস দফতরের কমিশনার রামশঙ্কর নায়েক জানান, রাজ্য থেকে বাইরে পাঠানো সব মাছের বাক্স এ বার থেকে গুণমান সার্টিফিকেট-সহ সিল করে দেওয়া হবে।

রাজ্য মৎস দফতরের সন্দেহ, পশ্চিমবঙ্গের কোথাও, সম্ভবত হাওড়ায় মাছে ফরমালিন মেশানো হচ্ছে। বিষয়টি নিয়ে আজ অন্ধ্রের মৎস দফতরের যুগ্ম সচিব ই রমেশ কুমার সেখানকার মৎস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। অতিরিক্ত অধিকর্তা পর্যায়ের অফিসারদের মাথায় রেখে মাছ রফতানি তদারকি করতে কয়েকটি টাক্স ফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সামুদ্রিক সামগ্রী রফতানি উন্নয়ন নিগম ও রফতানি নজরদারি নিগমেরও সাহায্য নেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশ মৎস উৎপাদন, ব্যবসায়ী ও প্যাকেজিং সংগঠনগুলিও দাবি করেছে, রাজ্যের ব্যবসায়ীরা জেনেশুনে কখনওই মাছে বিষাক্ত রাসায়নিক মেশাবেন না। গোটা ঘটনাটি অন্য রাজ্যে কোথাও ঘটানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE