Advertisement
২৫ এপ্রিল ২০২৪

উদ্বোধনের আগেই বিমানবন্দরে অমিত 

নতুন বিমানবন্দর উদ্বোধন হতে এখনও বাকি প্রায় দশ দিন। কিন্তু বিশেষ বিমান নিয়ে তাতে নেমে পড়লেন বিজেপি সভাপতি অমিত শাহ। 

অমিত শাহ

অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৩:৫৯
Share: Save:

নতুন বিমানবন্দর উদ্বোধন হতে এখনও বাকি প্রায় দশ দিন। কিন্তু বিশেষ বিমান নিয়ে তাতে নেমে পড়লেন বিজেপি সভাপতি অমিত শাহ।

ঘটনাটি কেরলের কান্নুরের। গত কাল সেখানে বিজেপির নতুন ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন অমিত। কান্নুরে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার কথা ৯ নভেম্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার উদ্বোধন করবেন। কিন্তু উদ্বোধনের আগেই ‘প্রথম’ যাত্রী হিসেবে বিমানবন্দরে নেমে পড়লেন বিজেপি সভাপতি। শুধু তাই নয়, সেখানে নেমে নাকি মজার ছলে অমিত বলেছেন, ‘‘বিমানবন্দর উদ্বোধন হয়েই গেল।’’

কেরল সরকারের সূত্রের মতে, উদ্বোধনের আগে অমিত শাহের বিশেষ বিমান যাতে নামতে না পারে, সে জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু দিল্লি থেকে বিমান মন্ত্রক রাজ্যের আপত্তি উপেক্ষা করে বিমান অবতরণের অনুমতি দিতে বলে। কেন্দ্রের চাপের মুখেই হার মানতে হয় রাজ্যকে। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে রাজ্য বিজেপির বড় নেতারাও পৌঁছে যান। বিমানবন্দরেই প্রায় ছোটোখাটো সভা করে ফেলেন বিজেপি সভাপতি। ঘটনায় ক্ষুব্ধ রাজ্য সরকার। নিজেদের অসন্তোষ প্রকাশ করে কেরলের মন্ত্রী টমাস আইজ্যাক টুইটারে বলেন, ‘‘বিমানবন্দর উদ্বোধনের আগে অমিতকে নামতে অনুমতি দেওয়া হল। অতিথিকে বরণ করা ঐতিহ্য। কিন্তু তিনি কেরল সরকারকেই উৎখাতের হুমকি দিচ্ছেন!’’ নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য কেরল সরকার অনেক দিন ধরেই সক্রিয়। কৃতিত্ব কাড়তে অমিত শাহ নামার পরেই রাজ্য বিজেপি প্রচার শুরু করেছে। তারা টুইটে জানিয়েছে, অমিতই নতুন বিমানবন্দরের প্রথম যাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE