Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National news

পুলিশ সেজে পুলিশের বাড়িতেই চুরি করল চোর!

পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম ভক্তি শিন্ডে ওরফে সারিকা শিন্ডে। সম্প্রতি ফেসবুকে বিদিশা রাজবর্ধন ওয়াঘ নামে এক মহিলার সঙ্গে তার বন্ধুত্ব হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ১২:৪৪
Share: Save:

পুলিশকে বোকা বানিয়ে পুলিশের ঘরে ঢুকেই মূল্যবান গয়না চুরি করে চম্পট দিল এক মহিলা চোর! মুম্বইয়ের মানপাদার ঘটনা। ওই মহিলা চোরকে অবশ্য পরে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু সাহস এবং বুদ্ধি দেখে হতভম্ব মুম্বই পুলিশ। এ রকম ঘটনা সে আগেও ঘটিয়েছে, জানতে পেরেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম ভক্তি শিন্ডে ওরফে সারিকা শিন্ডে। সম্প্রতি ফেসবুকে বিদিশা রাজবর্ধন ওয়াঘ নামে এক মহিলার সঙ্গে তার বন্ধুত্ব হয়। বিদিশার স্বামী মুম্বইয়ের ঘাটপুকুর থানার কনস্টেবল। বন্ধুত্বের সূত্রে তাঁর বাড়িতেও যাতায়াত শুরু করে ওই মহিলা। সে নিজেকে এক থ্রি-স্টার পুলিশ অফিসারের পরিচয় দেয়। বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য নকল পরিচয়পত্র, বিভিন্ন র‌্যাঙ্কের পুলিশ অফিসারদের সঙ্গে পুলিশ ইউনিফর্মের ছবিও দেখায়।

কনস্টেবলের স্ত্রী বিদিশার অভিযোগ, ৩ এপ্রিল তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে আসে ওই মহিলা। তখন বিদিশা ছিলেন না। তিনি ফিরে দেখেন ঘর থেকে সমস্ত মূল্যবান গয়না নিয়ে চম্পট দিয়েছে ওই মহিলা। তাঁর একটি মোবাইল ফোনও চুরি গিয়েছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আরও পড়ুন: কাঠুয়া গণধর্ষণের বলি নাবালিকা এ বার ভোটের বোড়েই

তাঁর অভিযোগ পেয়ে গত রবিবার ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে পুলিশ জেনেছে, ওই মহিলার তিনটি বিয়ে। কোনও স্বামীর সঙ্গেই তার সম্পর্ক নেই। তার তৃতীয়পক্ষের স্বামীও তার নামে চুরি এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। মহিলা এর আগেও অনেকের সঙ্গে একই ভাবে বন্ধুত্ব পাতিয়ে প্রতারণা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Crime মুম্বই
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE