Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus

থাবা বসাচ্ছে করোনা-আতঙ্ক, গাজিয়াবাদে মিলল নতুন আক্রান্তের সন্ধান

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, গাজিয়াবাদে নতুন করে এক করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে। আদতে তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা।

করোনা আতঙ্কে সাবধানতা। ছবি: পিটিআই

করোনা আতঙ্কে সাবধানতা। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ২০:৫৩
Share: Save:

চিনের আতঙ্ক এ বার ঢুকে পড়েছে ভারতে। বুধবার পর্যন্ত এ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৯। বৃহস্পতিবার তা বেড়ে পৌঁছল ৩০-এ। পরিস্থিতির দিকে নজর রেখে আগামী ৩০ মার্চ পর্যন্ত সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। করোনা আতঙ্কের মধ্যেই আগামী সপ্তাহে বেলজিয়াম সফর স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, গাজিয়াবাদে নতুন করে এক করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে। আদতে তিনি ছত্তীসগঢ়ের বাসিন্দা। করোনার ছোঁয়াচ বাঁচাতে ইতিমধ্যেই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। একই পথে হেঁটেছে মণিপুর সরকারও।

করোনা থাবা বসিয়েছে ইরানেও। এ দিন সংসদে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ইরানে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে আনতে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সে দেশে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতীয় মেডিক্যাল টিম ইরান পৌঁছেছে। কী ভাবে প্রবাসী ভারতীয়দের দেশে ফেরানো হবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: করোনার রংবাজি, মন্দায় বিবর্ণ কলকাতার দোলের বাজার​

আগামী সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে বসছে ইন্ডিয়া-ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলন। সেখানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ দিন কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে, ওই সম্মেলনে না-ও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী। তাঁর সফর স্থগিত হয়ে যেতে পারে। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে দু’দেশই তাতে রাজি বলেও বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিল্লি পুলিশের বাধা, বাধ্য হয়ে গাড়ি ছেড়ে হেঁটেই সংসদে পৌঁছলেন ক্ষুব্ধ অধীর

করোনা আতঙ্কের জোরালো ছাপ পড়েছে আন্তর্জাতিক উড়ান সংস্থাগুলির শেয়ারের ক্ষেত্রে। আন্তর্জাতিক উড়ান বাণিজ্য সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট (আইএটিএ) জানাচ্ছে, করোনাভাইরাসের জেরে বিমান সস্থার শেয়ারের দাম ২৫ শতাংশ পড়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Delhi Health Iran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE