Advertisement
২৫ এপ্রিল ২০২৪
PPE Suit

সরকারের ঢিলেমিতেই কি পৌঁছয়নি সুরক্ষা বস্ত্র

দায় সরকারের উপরেই চাপিয়ে দিয়েছেন প্রিভেনটিভ ওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জীব রালহান। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৩:৩৭
Share: Save:

নরেন্দ্র মোদী সরকারের ঢিলেমির কারণেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ঠিক ভাবে পৌঁছে দেওয়া যায়নি বলে অভিযোগ তুলল প্রস্তুতকর্তাদের সংগঠন। করোনা মোকাবিলায় নেমে দেশে স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ঘাটতি ও এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এর দায় সরকারের উপরেই চাপিয়ে দিয়েছেন প্রিভেনটিভ ওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জীব রালহান।

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের মোকবিলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরির গাইডলাইন ও মান কী হবে, তা ঠিক করতে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সরকারের কাছে জানতে চেয়েছিল তাঁদের সংগঠন। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের তরফে কোনও জবাব মেলেনি। সে জন্যই স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত পোশাক তৈরি করতে যন্ত্রসামগ্রী ও কাঁচামাল সঠিক সময়ে সংগ্রহ করতে পারেননি তাঁরা। আর যখন সেই গাইডলাইন ঠিক হল, তখন গোটা দেশে লকডাউন। প্রস্তুতকর্তাদের সামনে তখন উৎপাদন ও পরিবহণের সমস্যা। রালহান জানান, স্বাস্থ্যকর্মীদের যে ধরনের পোশাক সরকার চাইছে, তাঁদের পক্ষে এই মুহূর্তে তা সরবরাহ করা কার্যত অসম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PPE Suit Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE