Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Coronavirus in India

অরুণাচলে করোনা আক্রান্ত ৫৫ সেনা

নাগাল্যান্ডেও এখন পর্যন্ত যে ২৫৮০ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে ১১১৭ জনই নিরাপত্তবাহিনীর সদস্য।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা :
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০৪:০৬
Share: Save:

অরুণাচলের নামসাইতে এক সেনা জওয়ানের জ্বর হওয়ায় জেলা হাসপাতালে আসেন। ধরা পড়ে তিনি কোভিড পজ়িটিভ। তাই ওই ইউনিটের ৮১ জনকে হাসপাতালে ডাকা হয়। পরীক্ষায় দেখা যায় তাঁদের মধ্যে ৫৪ জনই করোনা আক্রান্ত! ফলে বন্ধ করে দেওয়া হয়েছে জেলা হাসপাতাল। বিপদে পড়েছেন অন্য রোগীরা। জানা গিয়েছে, ওই সেনাকর্মীরা সম্প্রতি সরকারি স্কুলের মাঠে পোর্টার নিয়োগ অভিযান চালান। সেখানে অংশ নেন নামসাই ও আশপাশের জেলার ৭০০ আবেদনকারী। সব অংশগ্রহণকারীকে অবিলম্বে পরীক্ষা করানো ও ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকার নির্দেশ জারি করেছে প্রশাসন। রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৯৬৮ জন। অনেকেই সশস্ত্র বাহিনীর সদস্য।

নাগাল্যান্ডেও এখন পর্যন্ত যে ২৫৮০ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে ১১১৭ জনই নিরাপত্তবাহিনীর সদস্য। সেই রাজ্যে সমস্যায় পড়েছেন হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সেরা। তাঁদের নিজেদের পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকের পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে নাগাল্যান্ড প্রাইভেট ডক্টর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এমন চলতে থাকলে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের সব পরিষেবা ও হাসপাতাল বন্ধ করে দিতে হবে।

অসমে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২,৮১৭ জন। সুস্থ হয়েছেন ৩৭,২২৪ জন। মৃত ১২৬ জন। মিজোরামে আক্রান্তের সংখ্যা ৫৫৮ জন, মেঘালয়ে ১০০৩ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India Arunachal Pradesh COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE