Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus in India

করোনা পরিস্থিতি সামাল দিতে দুই রাজ্যে দুই পথ

ইয়েদুরাপ্পার উল্টো পথে হেঁটে রাজ্যকে সামাল দিতে চান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৩:৩৩
Share: Save:

করোনা পরিস্থিতি সামাল দিতে একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হাঁটছে। এই অবস্থায় কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়ে দিলেন, যথেষ্ট হয়েছে, আর লকডাউন নয়। তাঁর ব্যাখ্যা, করোনা মোকাবিলায় লকডাউনই সব নয়। সরকারের কাজ চালিয়ে যাওয়ার জন্য আনলক প্রক্রিয়া শুরু করাও দরকার। তবে সবটাই হবে বিধিনিষেধ বজায় রেখে। তাঁর কথায়, ‘‘গোড়ার দিকে করোনা সামাল দিতে আমরা সফল হয়েছিলাম। কিন্তু সম্প্রতি, বিশেষত বেঙ্গালুরুতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমি রাজ্যবাসীকে বলছি, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে লকডাউন একমাত্র পথ না। বরং সমাধান হল, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চলা।’’

ইয়েদুরাপ্পার উল্টো পথে হেঁটে রাজ্যকে সামাল দিতে চান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত তাঁর রাজ্যেই। খুব ধীরে হলেও সেখানে পরিস্থিতির উন্নতি হচ্ছে গত কয়েক দিন ধরে। এই অবস্থায় লকডাউন তুলে পরিস্থিতি হাতের বাইরে যেতে দিতে নারাজ উদ্ধব। উদ্ধবের বক্তব্য, শুধু অর্থনীতি নিয়ে উদ্বেগের কারণে লকডাউন তোলা হবে না। জনস্বাস্থ্য এবং অর্থনীতির মধ্যে একটা ভারসাম্য রাখা দরকার বলেও মনে করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE