Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Coronavirus

দেশে মৃত আরও তিন, ৯০০ পেরোল সংক্রমণ

মুম্বইয়ে ৮৫ বছরের যে চিকিৎসক গত কাল মারা গিয়েছিলেন, তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে আজ রিপোর্টে জানা গিয়েছে

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৪:২৪
Share: Save:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নোভেল করোনাভাইরাসের নতুন সংক্রমণ ১৯৪টি! এখনও পর্যন্ত যা রেকর্ড। মৃত্যু তিনটি। তার মধ্যে দু'টি রাজ্যে এই প্রথম কারও মৃত্যু হল করোনায়। একটি রাজ্য কেরল। সেখানে এর্নাকুলমে আজ মারা যান ৬৯ বছরের এক বৃদ্ধ। অন্যটি তেলঙ্গানা। হায়দরাবাদে ৭৪ বছরের এক বৃদ্ধের মৃত্যুর পরে রিপোর্টে দেখা যায়, তিনি কোভিড-১৯ পজ়িটিভ ছিলেন। মুম্বইয়ে ৮৫ বছরের যে চিকিৎসক গত কাল মারা গিয়েছিলেন, তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে আজ রিপোর্টে জানা গিয়েছে।

এই হিসেব ধরলে ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০। এ ছাড়া ইয়েমেনের এক ৬০ বছর বয়সি নাগরিক আজ করোনায় মারা গিয়েছেন দিল্লিতে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে, দেশে মোট সংক্রমণের সংখ্যা আজ রাত পর্যন্ত ৯১৮ (এর মধ্যে পশ্চিমবঙ্গের নতুন তিনটি সংক্রমণের ঘটনা ধরা হয়নি)। তবে মোট ৮০ জন রোগী সেরে উঠেছেন। হরিয়ানায় আজই ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ তামিলনাড়ুর কন্যাকুমারীতে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা ২ বছরের একটি শিশু-সহ তিন জনের মৃত্যু হয়। মৃতদের লালারস পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। রাজ্যের স্বাস্থ্যসচিব বিলা রাজেশ জানান, তিন জনেরই আগে থেকে গুরুতর কিছু সমস্যা ছিল। ৬৬ বছরের এক রোগীর ক্যানসারের পাশাপাশি কিডনির সমস্যা ছিল। ২৪ বছরের আর এক রোগীর ছিল ভাইরাল নিউমোনিয়া ও সেপসিস। শিশুটির ছিল অস্টিওপেট্রোসিস।

সংক্রমণের আশঙ্কায় আজ দিল্লির তিহাড় জেল থেকে ৩৫৬ জন বন্দিকে ৪৫ দিনের অন্তর্বর্তী জামিনে এবং ৬৩ জন বন্দিকে ৮ সপ্তাহের প্যারোলে ছেড়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশ সরকারও আজ ৮ সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে ১১ হাজার বন্দিকে।

কেরলে আজ যাঁর মৃত্যু হয়, তিনি সম্প্রতি দুবাই গিয়েছিলেন। এর্নাকুলমের চুল্লিকলের এই বাসিন্দার হৃদযন্ত্র ও রক্তচাপের সমস্যা ছিল। বাইপাস সার্জারিও হয়েছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, তাঁর রাজ্যে আক্রান্ত মোট ১৬৫ জন। গোষ্ঠী-সংক্রমণ ঘটেছে কি না, তা বুঝতে চটজলদি পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এতালা রাজেন্দ্রনের দাবি, তাঁর রাজ্যে করোনা এসেছে দিল্লি-ফেরত এক ব্যক্তির মাধ্যমে। প্রসঙ্গত, করোনায় মৃত হায়দরাবাদের ওই বৃদ্ধও সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। ফিরে এসে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২০ মার্চ ভর্তি হন হাসপাতালে।

গ্বালিয়রে আজ করোনা সংক্রমণ ধরা পড়েছে বিএসএফের এক অফিসারের। সম্ভবত এই প্রথম আধাসেনার কেউ সংক্রমিত হলেন। ওই অফিসার টেকনপুরের বিএসএফ অ্যাকাডেমিতে কর্মরত। তাঁর স্ত্রী সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন।

দেশে সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্রই। সংখ্যাটা ১৮৬। রাতে মুম্বই বিমানবন্দরে কর্মরত এক পুলিশ কনস্টেবলের করোনা-সংক্রমণ ধরা পড়ে। জম্মু-কাশ্মীর মিলিয়ে আক্রান্ত ৩৩ জন। পরিস্থিতি পর্যালোচনায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সভাপতি জে পি নড্ডা জানিয়েছেন, করোনা-যুদ্ধে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে দলের সমস্ত সাংসদ ও বিধায়কেরা নিজেদের এক মাসের বেতন দেবেন। পাশাপাশি, সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা করে দেবেন বিজেপি সাংসদেরা। এক দিনের বেতন দেবেন জেএনইউয়ের শিক্ষক-অশিক্ষক কর্মীরাও। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানান, নয়াদিল্লির এমস সারা দেশের চিকিৎসক-নার্সদের করোনা-রোগীদের চিকিৎসার বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দিচ্ছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE