Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

হাত ধোয়ার ভিডিয়ো দিয়ে করোনা রোখার বার্তা প্রিয়ঙ্কা গাঁধীর

কংগ্রেস নেত্রীর পরামর্শ, ‘‘করোনা ভাইরাস নিয়ে গুজব বা মিথ্যে খবরে বিশ্বাস করবেন না। গুজব ছড়াবেনও না।’’

টুইটারে প্রিয়ঙ্কা গাঁধীর পোস্ট করা ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

টুইটারে প্রিয়ঙ্কা গাঁধীর পোস্ট করা ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ১২:০৫
Share: Save:

নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ রুখতে বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কী ভাবে, কতক্ষণ হাত ধুতে হবে, সংবাদ মাধ্যমে তার প্রচার চালাচ্ছে সরকার। সেলেব থেকে রাজনীতিবিদ, অনেকেই অংশ নিয়েছেন প্রচারে। এ বার ময়দানে নামলেন প্রিয়ঙ্কা গাঁধী। নিজে হাত ধুয়ে হাতে-কলমে দেখিয়ে দিলেন কী ভাবে লড়তে হবে করোনা প্রতিরোধে। সঙ্গে প্রিয়ঙ্কার বার্তা, ‘‘গুজবে কান দেবেন না। সবাই একজোট হয়ে করোনার মোকাবিলা করব।’’

এক মিনিটের একটি ভিডিয়ো নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। ভিডিয়োতে হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিনে হাত ধুচ্ছেন প্রিয়ঙ্কা। সেই সঙ্গে দেখাচ্ছেন, হাতের সব জায়গায় যাতে সাবান বা হ্যান্ড ওয়াশ পৌঁছয়, তার জন্য কী ভাবে হাত ধুতে হবে। তিনি বলেছেন, ‘‘হাত ধোয়ার জন্য হু একটি গাইডলাইন দিয়েছে, যেটা করলে আমরা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এটা অত্যন্ত জরুরি। অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং দিনে যত বার এ ভাবে হাত ধোয়া যাবে, ততই ভাল।’’

এর পর প্রিয়ঙ্কার পরামর্শ, ‘‘করোনা ভাইরাস নিয়ে গুজব বা মিথ্যে খবরে বিশ্বাস করবেন না। গুজব ছড়াবেনও না।’’ সব শেষে কংগ্রেস নেত্রীর বার্তা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভয় পাবেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে লড়ব এবং প্রতিরোধ করার পুরোপুরি চেষ্টা করব।’’

আরও পড়ুন: চেনা ব্যস্ততার ছবি উধাও, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ জুড়ে স্বতঃস্ফূর্ত কার্ফু চলছে জনতার

আবার এর সঙ্গে টুইটারে হিন্দিতে তিনি লিখেছেন, ‘‘আপনি কি ছোট ছোট সাবধানতা অবলম্বন করছেন? আপনার সাবধানতা করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবে। সচেতন নাগরিকদের মতো সতর্কতাগুলি আপনার জীবনের অংশ করে ফেলুন এবং এ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন।’’

কয়েক দিন আগে এ রাজ্যের বসিরহাটের সাংসদ নুরসত জাহানও একই রকম একটি বার্তা দিয়েছিলেন। তিনিও নিজে হাত ধুয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন। যদিও হাত ধোয়ার পুরো সময় ট্যাপ খোলা থাকায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তৃণমূলের তারকা সাংসদকে। জল অপচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন বহু নেটাগরিক। অনেকেই মনে করছেন, নুসরতের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন প্রিয়ঙ্কা। শুধু মাত্র প্রয়োজনের সময় ছাড়া ট্যাপ খোলেননি।

আরও পড়ুন: বেসরকারি ল্যাবেও করোনা পরীক্ষার অনুমতি কেন্দ্রের, বেঁধে দেওয়া হল খরচের পরিমাণও

করোনাভাইরাস সংক্রমিত কোনও ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়লে এবং তার ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশও অন্য কারও শরীরের কোনও অংশ স্পর্শ করলে তাঁর দেহেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেই কারণেই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নির্ধারিত দূরত্ব বজায় রাখার পাশাপাশি বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে হু এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Coronavirus in India Priyanka Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE