Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus Lockdown

শহরে আক্রান্ত ১০ হাজার, লকডাউনের মধ্যেই চেন্নাইয়ে কাজ শুরু করছে ১৭টি শিল্প সংস্থা

তবে কাজকর্ম শুরু হলেও, আপাতত ওই সব সংস্থাকে ২৫ শতাংশ কর্মী নিয়েই কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৪ মে ২০২০ ১১:৪১
Share: Save:

সোমবার থকে ১৭টি বড় শিল্প সংস্থা খুলে যাচ্ছে চেন্নাইয়ে। লকডাউনের জেরে গত দু’মাস ধরে কাজকর্ম বন্ধ রেখেছিল তারা। আগামী ৩১ মে চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। তার আগেই ফের কাজকর্ম শুরু করতে চলেছে ওই সমস্ত সংস্থা।

তবে কাজকর্ম শুরু হলেও, আপাতত ওই সব সংস্থাকে ২৫ শতাংশ কর্মী নিয়েই কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে হবে তাদের।

রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, সমস্ত কর্মীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে ওই সব সংস্থাকে। কর্মীদের ব্যবহৃত মাস্কগুলিকে দু’বার করে জীবাণুমুক্ত করতে হবে। কনটেনমেন্ট জোন থেকে কাউকে কাজে যোগ দিতে দেওয়া যাবে না। যাঁদের মধ্যে করোনার সামান্যতম উপসর্গ রয়েছে, কাজে যোগ দিতে পারবেন না তাঁরাও।

আরও পড়ুন: রেকর্ড গড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭৬৭, দেশে সংক্রমিত ১ লক্ষ ৩২ হাজার

আরও পড়ুন: বিচ্ছিন্ন বহু এলাকা, বাড়ছে ত্রাণ নিয়ে ক্ষোভ​

তামিলনাড়ুতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র চেন্নাইতেই ১০ হাজার জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানকার একটি সবজি বাজারেই ২৬০০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। চেন্নাইয়ের আরও কিছু জায়গায় সংক্রমণ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতেই কাজকর্ম শুরু করতে চলেছে ওই সব সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Chennai Tamil Nadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE