Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ পার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০৪:৩৫
Share: Save:

দেশে দৈনিক সংক্রমণ চার দিন ধরে ৩০ হাজারের ঘরেই ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। উদ্বেগ বাড়াচ্ছে কেরলের সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৫ লক্ষ ৩৪ হাজার ৯৬৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। গত এক মাসে দেশের বেশ কিছু রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। কিন্তু কেরলের পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ৬ হাজার ৩১৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লির করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি প্রশাসনের। গত ২৪ ঘণ্টায় জাতীয় রাজধানী অঞ্চলে ৩ হাজার ৯৪৪ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। আজ দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরীবাল প্রশাসন জানিয়েছে, রাজধানীতে রাতে কার্ফু জারি করা হবে না। করোনা মোকাবিলায় এখনও পঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতের বিভিন্ন জায়গায় রাতে কার্ফু জারি রয়েছে।

গুজরাত হাইকোর্ট বিজয় রূপাণী সরকারকে নির্দেশ দিয়েছিল, যাঁরা করোনা মোকাবিলায় কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক। এর অন্যথা হলে জরিমানা তো হবেই, অভিযুক্তকে শাস্তিও দিতে হবে। গুজরাত হাইকোর্টের ওই নির্দেশে আজ স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, হাইকোর্টের ওই নির্দেশ অত্যন্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ। তাই ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হল। তবে করোনা-বিধি লঙ্ঘিত না হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE