Advertisement
২৫ এপ্রিল ২০২৪
coronavirus

রেমডেসিভির সহজলভ্য করতে ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি মার্কিন ওষুধ প্রস্তুতকারকের

আমেরিকা থেকে আনিয়ে রেমডেসিভির বিশ্বের অন্যত্র সরবরাহের পাশাপাশি করোনা রোগীদের দ্রুত সারিয়ে তুলতে অল্প ও মধ্যে আয়ের দেশগুলিতে ওষুধটি বানাতে বা তার উৎপাদন বাড়াতেও পারবে ভারতীয় সংস্থাটি।

রেমডেসিভির রুখতে পারে কোভিড-১৯-এর সংক্রমণ, দাবি মার্কিন বিজ্ঞানীর। ছবি- রয়টার্স।

রেমডেসিভির রুখতে পারে কোভিড-১৯-এর সংক্রমণ, দাবি মার্কিন বিজ্ঞানীর। ছবি- রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০২০ ১২:১৬
Share: Save:

করোনা রোগীদের সারিয়ে তুলতে ‘রেমডেসিভির’ ওষুধ যাতে সর্বত্র পাওয়া যায়, সে জন্য মার্কিন ওষুধপ্রস্তুতকারক সংস্থা ‘গিলিড সায়েন্সেস’-এর সঙ্গে চুক্তি হল ভারতীয় সংস্থা ‘জুবিলিয়্যান্ট লাইফ সায়েন্স লিমিটেড’-এর। এই চুক্তির ফলে ভারত-সহ ১২৪টি দেশে রেমডেসিভির ওষুধ সরবরাহের লাইসেন্স পেল ভারতীয় সংস্থাটি।

জুবিলিয়্যান্টের তরফে জানানো হয়েছে, অন্য দেশে রেমডেসিভির সরবরাহের জন্য যে শুধুই ভারতীয় সংস্থাটির সঙ্গে গিলিডের চুক্তি হয়েছে, তা নয়। এই লাইসেন্স ‘নন-এক্সক্লুসিভ’। তবে আমেরিকা থেকে আনিয়ে রেমডেসিভির বিশ্বের অন্যত্র সরবরাহের পাশাপাশি করোনা রোগীদের দ্রুত সারিয়ে তুলতে অল্প ও মধ্যে আয়ের দেশগুলিতে ওষুধটি বানাতে বা তার উৎপাদন বাড়াতেও পারবে ভারতীয় সংস্থাটি। জুবিলিয়্যান্টের এই অধিকার থাকবে কয়েকটি উচ্চ আয়ের দেশেও।

করোনা রোগীদের চিকিৎসার জন্য মার্কিন সংস্থা গিলিড সায়েন্সেসের বানানো রেমডেসিভির ওষুধটিকে ব্যবহারের জন্য এ মাসের গোড়ার দিকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেয় আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

আরও পড়ুন: করোনার আতঙ্কের মাঝে ৩৫ বছর বয়সী অর্থমন্ত্রীকে দেখে ভরসা পাচ্ছেন দেশবাসী

আরও পড়ুন: এ বার করোনার টিকা আবিষ্কার? ইতালির বিজ্ঞানীদের দাবি ঘিরে আশার আলো

মার্কিন ওষুধপ্রস্তুতকারক সংস্থা গিলিড জানিয়েছে, রেমডেসিভির ওষুধটিকে যাতে ভারত ও পাকিস্তানে‌ই বানানো যায় আর সেখান থেকে বিভিন্ন দেসে সরবরাহ করা যায়, সে জন্য দু’টি দেশের আরও কয়েকটি জেনেরিক ওষুধ সংস্থার সঙ্গে তারা দীর্ঘমেয়াদি চুক্তির পথে এগোচ্ছে। এমনকী, সে ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের ওই জেনেরিক ওষুধ সংস্থাগুলিকে প্রযুক্তি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে মার্কিন ওষুধপ্রস্তুতকারক সংস্থাটি। তবে ভারতীয় সংস্থাটির সঙ্গে কী কী শর্তে তাদের চুক্তি হয়েছে, তা খোলসা করতে চায়নি গিলিড সায়েন্সেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE