Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দেশের প্রথম ব্রেলে লেখা ভোটার্স স্লিপ

মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তা ব্যবহারের জন্য রাজ্য মুখ্য নির্বাচনী  আধিকারিক (সিইও) দফতরকে নির্দেশ দিয়েছে কমিশন। 

প্রদীপ্তকান্তি ঘোষ 
শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৩:৫৫
Share: Save:

মহেশতলায় ৩০-এর বেশি দৃষ্টিহীন ভোটারের হাতে পৌঁছচ্ছে ‘অথেনটিকে়টেড ফোটো ভোটার্স স্লিপ’। সেই ‘স্লিপে’ আছে ব্রেল পদ্ধতি ব্যবহারের সুবিধা। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রের দাবি, দেশের মধ্যে এটাই প্রথম।
‘ভোটার্স স্লিপে’ সংশ্লিষ্ট বুথ নম্বর, ভোটার তালিকার ক্রমিক সংখ্যা ব্রেলে উল্লেখ করা থাকবে। যা দেখে নিতে পারবেন সংশ্লিষ্ট দৃষ্টিহীন ব্যক্তি। নির্বাচনী আধিকারিকের দফতরের কর্তাদের মতে, মহেশতলা উপনির্বাচনে ‘পাইলট প্রোজেক্ট’ হিসেবে এটা শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। শুক্রবারই শেষ হয়েছে ‘ভোটার্স স্লিপ’ বিতরণের কাজ।
ইভিএমে ব্রেল পদ্ধতি ব্যবহার করে ভোট দিতে পারেন দৃষ্টিহীনেরা। আর এ বার তাঁরা কী ভাবে ভোট দেবেন, সেই সংক্রান্ত ভিনাইল বোর্ডেও থাকছে ব্রেল পদ্ধতি। আগামী সোমবার মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তা ব্যবহারের জন্য রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরকে নির্দেশ দিয়েছে কমিশন।
একটি অক্সিলিয়ারি বুথ-সহ ২৮৩টি বুথ রয়েছে মহেশতলা বিধানসভা কেন্দ্রে। সেখানের সব বুথের সামনেই ৩ ফুট বাই ২ ফুটের ভিনাইল বোর্ড রাখা হবে বলে জানিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের কর্তারা। বোর্ডটির উপরের অংশে সাধারণ মানুষের জন্য যেমন ভাবে চারটি পদ্ধতির কথা লেখা থাকছে, তেমন ভাবেই ওই বোর্ডের নীচের অংশে ব্রেলে তা লেখা থাকবে। ফলে তা পড়তে পারবেন দৃষ্টিহীনেরা। ব্রেলে লেখা ‘ডামি’ ব্যালট শিটও দেওয়া হবে দৃষ্টিহীন ভোটারদের। যার মাধ্যমে তাঁরা দেখে নিতে পারবেন, ভোটটি তাঁর পছন্দের চিহ্নে পড়েছে কি না।
নির্বাচনী আধিকারিকের দফতরের এক কর্তার কথায়, ‘‘ব্রেল পদ্ধতির ব্যবহার করে শুধুমাত্র দৃষ্টিহীনদের কাজে তাঁর ভোটের অধিকারকে সুস্পষ্ট করা নয়, একটি সামাজিক বার্তাও আছে।’’ উল্লেখ্য, উপনির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের থিম, ‘অ্যাকসেসিবল ইলেকশন’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

voter slip EC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE