Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National news

প্রকাশ্যে সঙ্গম মেরিন ড্রাইভের ব্যস্ত রাস্তায়, ছবি তুলল লোকজন

মেরিন ড্রাইভ এলাকায় প্রচুর অফিস, রেস্তরাঁ আছে। পর্যটকদের পছন্দের জায়গা হিসেবে বেশ সুখ্যাতি ওই এলাকারই নরিম্যান পয়েন্ট। এমন হাইপ্রোফাইল জায়গায় খুল্লাম-খুল্লা সঙ্গমরত দু’জনকে দেখে বেশ অবাকই হয়েছিলেন পথচলতি মানুষ।

প্রকাশ্য রাস্তায় সঙ্গম। মুম্বইয়ের ব্যস্ত মেরিন ড্রাইভে ধরা পড়ল সেই দৃশ্য।

প্রকাশ্য রাস্তায় সঙ্গম। মুম্বইয়ের ব্যস্ত মেরিন ড্রাইভে ধরা পড়ল সেই দৃশ্য।

সংবাদ সংস্থা
মু্ম্বই শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ১৩:২৭
Share: Save:

দিনের ব্যস্ত সময়। ভিড়ে ঠাসা রাস্তা। পাশ কাটিয়ে হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছে গাড়ি। আর সেই রাস্তার মাঝেই ডিভাইডারের উপরে সঙ্গমে ব্যস্ত যুগল!

মহারাষ্ট্র সরকারের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্যস্ত মেরিন ড্রাইভ এলাকায় নরিম্যান পয়েন্টে এমনই দৃশ্য ধরা পড়ল বৃহস্পতিবার সকালে। মুহূর্তে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়।

মেরিন ড্রাইভ এলাকায় প্রচুর অফিস, রেস্তরাঁ আছে। পর্যটকদের পছন্দের জায়গা হিসেবে বেশ সুখ্যাতি ওই এলাকারই নরিম্যান পয়েন্ট। এমন হাইপ্রোফাইল জায়গায় খুল্লাম-খুল্লা সঙ্গমরত দু’জনকে দেখে বেশ অবাকই হয়েছিলেন পথচলতি মানুষ। তাঁদের মধ্যে অনেকেই পকেট থেকে চটপট মোবাইল বের করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। মুহূর্তে যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: দলে মোদী আর যোগী শুধু দুর্নীতিগ্রস্ত নন! বলছেন বিজেপি সাংসদ

প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁদের ওই অবস্থায় দেখে রাস্তায় ভিড় জমে গিয়েছিল, অথচ কোনও ভ্রুক্ষেপই ছিল না ওই যুগলের। পুলিশকে ফোন করেন স্থানীয়রা। পুলিশকে দেখেই পালিয়ে গিয়ে ভিড়ের মধ্যে মিশে যান ওই যুগল। যদিও পুলিশ মহিলাকে ভিড়ের মধ্যে থেকেই ধরে ফেলে। তবে তাঁর সঙ্গীর কোনও হদিস পায়নি। পুলিশ জানিয়েছে, ওই মহিলার পুরুষ সঙ্গী সম্ভবত বিদেশি। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে।

আরও পড়ুন: ‘কি’ থেকে কী হয়! সংস্কার নিয়ে চিন্তায় পুরীর প্রশাসন

সঙ্গমের বিষয়টি অবশ্য পুরোপুরি অস্বীকার করেছেন ওই মহিলা। জেরায় পুলিশের কাছে তিনি জানান, শুধুমাত্র পরস্পরকে চুম্বন করছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে। প্রথমে নিজেকে গোয়ার বাসিন্দা বললেও, পরে আবার অন্য ঠিকানার কথা বলেন। পুলিশের ধারণা, মহিলার মানসিক স্থিতিশীলতা নেই। তাঁকে আপাতত চেম্বুরের মহিলা সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE