Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

নাম রেখেছেন মহম্মদ রণবিজয় খান

বরেলীর বাসিন্দা তমান্না খানের স্বামী আনিস খান আটকে পড়েন নয়ডায়। এ দিকে প্রসবের দিন এগিয়ে আসছিল। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না বছর পঁচিশের তমান্না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বরেলী শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৩:১৪
Share: Save:

লকডাউনের মধ্যে দূরে আটকে পড়া স্বামীকে অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের কাছে পৌঁছে দিতে পাশে এসে দাঁড়িয়েছিলেন এক পুলিশ আধিকারিক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই দুঃসময়ের বন্ধু, সেই আধিকারিকের নামেই সদ্যোজাতের নাম রাখলেন ওই দম্পতি।

বরেলীর বাসিন্দা তমান্না খানের স্বামী আনিস খান আটকে পড়েন নয়ডায়। এ দিকে প্রসবের দিন এগিয়ে আসছিল। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না বছর পঁচিশের তমান্না। শেষমেশ ভিডিয়ো বার্তার মাধ্যমে বরেলীর এসএসপি শৈলেশ পাণ্ডের কাছে সাহায্যের আর্জি জানান তিনি। শৈলেশ যোগাযোগ করেন নয়ডার এডিসিপি রণবিজয় সিংহের সঙ্গে। রণবিজয় নিজে গিয়ে আনিসের সঙ্গে যোগাযোগ করেন ও যথাসম্ভব দ্রুত তাঁকে বরেলী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। গত বৃহস্পতিবার ছেলে হয়েছে তমান্নার। দম্পতির ইচ্ছে অনুযায়ী নয়ডার এডিসিপির নামেই তার নাম রাখা হয়েছে ‘মহম্মদ রণবিজয় খান’। তমান্নার কথায়, ‘‘আমার মতে এই পুলিশ আধিকারিকেরাই হলেন সমাজের আসল হিরো!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE