Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Cow

‘গরু আমাদের অক্সিজেন দেয়,’ দাবি বিজেপির মন্ত্রীর

এ নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি বিরোধীদের কাউকে।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
দেহরাদুন শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১০
Share: Save:

‘‘গরু আমাদের অক্সিজেন দেয়। তাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক,’’ দাবি বিজেপির মন্ত্রীর। বিধানসভায় দাঁড়িয়েই এমন মন্তব্য করলেন তিনি। সেই মর্মে বিলও পাশ হল সর্বসম্মতিক্রমে।

বুধবার উত্তরাখণ্ড বিধানসভার অধিবেশন বসে। সেখানে হাজির ছিলেন রাজ্যের পশুপালন দপ্তরের প্রধান রেখা আর্য। বিধায়কদের সামনে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি তোলেন তিনি। বলেন, ‘‘গরুই একমাত্র পশু, যেশ্বাস গ্রহণের সময় শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে না, প্রশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়।’’

গো-মূত্র ব্যবহার করে চিকিৎসার গুণাগুণ নিয়ে লম্বা চওড়া বক্তৃতা করেন তিনি। সেই সঙ্গে যোগ করেন, ‘‘গরু মাতৃত্বের স্বরূপ। মায়ের দুধের পর, গরুর দুধই শিশুর জন্য সবচেয়ে উপকারী। বিজ্ঞানও তা মেনে নিয়েছে।’’

দেশ জুড়ে গো-সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরি করতে হলে, গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করা ছাড়া উপায় নেই বলেও দাবি করেন তিনি। তবে আশ্চর্যের ব্যাপার হল, বিধানসভায় দাঁড়িয়ে তিনি যখন এমন মন্তব্য করছিলেন, তখন বিন্দুমাত্র প্রতিবাদ জানাননি বাকিরা। এমনকি, এ নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি বিরোধীদের কাউকেও। যে কারণে সর্বসম্মতিতেই গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার প্রস্তাব পাশ হয়ে গিয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। অনুমোদনের জন্য খুব শিগগির বিলটি পাঠানো হবে কেন্দ্রের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cow Cow Vigilantism BJP Uttarakhand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE