Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সিপিএমে নিলম্বিত কেরলের বিধায়ক

দলেরই এক যুবনেত্রীর সঙ্গে ‘অশোভন আচরণে’র অভিযোগে কেরলের শোরানুর কেন্দ্রের বিধায়ক পি কে শশীকে ৬ মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তে সিলমোহর দিল দলের কেন্দ্রীয় কমিটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৬:৩৬
Share: Save:

দলেরই এক যুবনেত্রীর সঙ্গে ‘অশোভন আচরণে’র অভিযোগে কেরলের শোরানুর কেন্দ্রের বিধায়ক পি কে শশীকে ৬ মাসের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তে সিলমোহর দিল দলের কেন্দ্রীয় কমিটি। ডিওয়াইএফআই নেত্রীর অভিযোগের ভিত্তিতে বিধায়ককে নিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল কেরল সিপিএম। দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তই অনুমোদিত হয়েছে। কেরলের প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে বলেছিলেন, অভিযোগ যথেষ্ট গুরুতর। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত বিধায়ককে ‘কঠোর শাস্তি’ দেওয়া হোক। কেন্দ্রীয় কমিটি মত দিয়েছে, ৬ মাসের জন্য দলের পদ থেকে নিলম্বিত করা যথেষ্টই কড়া সাজা। এখনই আর কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। কেরলে বিরোধী বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে, সিপিএম বিধায়ক দলেই যদি এমন আচরণ করেন, তা হলে জনমানসে তাঁদের ‘বিশ্বাসযোগ্যতা’ কী থাকে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala MLA CPIM CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE