Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রচণ্ড শব্দে পাহাড় ভাঙল পলামুতে

আকাশভাঙা বৃষ্টির আওয়াজ ছাপিয়ে কানে এসেছিল অদ্ভূতুড়ে বিস্ফোরণের শব্দটা। তার রেশ ছিল অনেক ক্ষণ। গত রাতে পলামুর চৈনপুরের পিরহা গ্রামের বাসিন্দারা তা শুনে ভেবেছিলেন— অনুসূয়া পাহাড়ে নতুন ধাঁচের কোনও ল্যান্ডমাইন ফাটিয়েছে মাওবাদীরা।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫৪
Share: Save:

আকাশভাঙা বৃষ্টির আওয়াজ ছাপিয়ে কানে এসেছিল অদ্ভূতুড়ে বিস্ফোরণের শব্দটা। তার রেশ ছিল অনেক ক্ষণ। গত রাতে পলামুর চৈনপুরের পিরহা গ্রামের বাসিন্দারা তা শুনে ভেবেছিলেন— অনুসূয়া পাহাড়ে নতুন ধাঁচের কোনও ল্যান্ডমাইন ফাটিয়েছে মাওবাদীরা।

আজ ভোরে ভুল ভাঙে তাঁদের। বিস্ফোরণের উৎস খুঁজতে ওই পাহাড়ে উঠে তাঁরা দেখেন, ধসে দু’ভাগে ভেঙেছে গোটা পাহাড়টাই। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ধসের জায়গায় তৈরি হয়েছে পাহাড়ি ঝোরা!

কিছু দিন ধরেই টানা বৃষ্টিতে জেরবার পলামু। যান চলাচল বন্ধ জাতীয় সড়কে। কিন্তু আগে পাহাড় ভাঙার ঘটনা ঘটেনি। পিরহার বাসিন্দা বাদল সিংহ বলেন, ‘‘চেনা পাহাড়টা দু’টুকরো হয়ে গেল। প্রকৃতির তাণ্ডবে আমাদের গ্রামই না ধ্বংস হয়।’’

কী ভাবে ঘটল এমন কাণ্ড? রাঁচি বিশ্ববিদ্যালয়ের জৈন কলেজের প্রাক্তন শিক্ষক ও ভূতাত্ত্বিক নীতিশ প্রিয়দর্শী বলেন, ‘‘পুরনো ওই পাহাড়ে পাথর ক্ষয়ে অনেক জায়গায় মাটি হয়ে গিয়েছে। টানা বৃষ্টিতে সেই মাটিই ধসে পড়েছে। তাতেই দু’টুকরো হয়েছে পাহাড়টা।’’ নীতিশবাবুর দাবি, পাহাড়ে ধস নামার জন্য অনেকাংশে মানুষও দায়ী। নির্বিচারে পাহাড়ের গাছ কাটাও এই ঘটনার কারণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crack Anusua hill palamu hill north bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE