Advertisement
১৬ এপ্রিল ২০২৪

চিনা সেনাদের নির্মলার ‘নমস্তে’, বায়ুসেনার হুঙ্কার

সিকিম সীমান্তের ডোকলাম নিয়েই সম্প্রতি প্রায় দু’মাস ধরে টানাপড়েন চলেছিল ভারত ও চিনের। তার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখন ফের ওই এলাকায় রাস্তা তৈরি করতে শুরু করেছে চিন। এই অবস্থায় নির্মলা এক দিকে চিন সীমান্তে বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখছেন।

বার্তা: চিনা সেনাদের উদ্দেশে হাত নাড়ছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার নাথু লায়। ছবি: পিটিআই।

বার্তা: চিনা সেনাদের উদ্দেশে হাত নাড়ছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার নাথু লায়। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০২:৫৩
Share: Save:

সিকিম সীমান্তে গিয়ে শনিবারই চিনা সেনাদের ‘নমস্তে’ জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। পরের দিনই গরম সুর ভারতীয় বায়ুসেনা প্রধানের মুখে।

সিকিম সীমান্তের ডোকলাম নিয়েই সম্প্রতি প্রায় দু’মাস ধরে টানাপড়েন চলেছিল ভারত ও চিনের। তার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখন ফের ওই এলাকায় রাস্তা তৈরি করতে শুরু করেছে চিন। এই অবস্থায় নির্মলা এক দিকে চিন সীমান্তে বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখছেন। সিকিম থেকে আজ অসমের তেজপুরে এসে বাহিনীর কর্তাদের সঙ্গে চিন সীমান্ত নিয়ে আলোচনা করেন তিনি। কিন্তু তার জন্য সৌজন্য থমকায়নি। নাথু লা-য় চিনা সেনাদের সঙ্গে তাঁর নমস্তে বিনিময় যে কারণে কূটনৈতিক মহলের প্রশং‌সা কুড়িয়েছে।

আরও পড়ুন: জন্মভূমিতে আবেগেই ভর মোদীর

কূটনীতিকদের একাংশ বলছেন, ভারত আগ বাড়িয়ে অশান্তি চায় না। তাই সৌজন্যে রাশ টানার প্রশ্নই নেই। কিন্তু ভদ্রতাকে যাতে কেউ দুর্বলতা না ভেবে বসেন, তার জন্য বার্তা দেওয়াও জরুরি। এয়ার মার্শাল বি এস ধানোয়া এ দিন সেই কাজটিই করেছেন। বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দিল্লির হিন্ডন ঘাঁটিতে হাজির ছিলেন ধানোয়া, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়তেরা। সেখানেই ধানোয়া বলেন, ‘‘এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার যা পরিস্থিতি তাতে হঠাৎ লড়াই করার প্রয়োজন হতে পারে। সে জন্য বায়ুসেনা তৈরি।’’ সশস্ত্র বাহিনীর তিন শাখার মধ্যে সমন্বয় থাকা খুব জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

সরকারি সূত্রের মতে, ধানোয়ার মন্তব্যকে বিচ্ছিন্ন ভাবে দেখা ঠিক নয়। পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সীমান্তে সংঘর্ষ চলছেই। পাক গোলাগুলিতে প্রাণ হারাচ্ছেন ভারতীয়রা। তার মধ্যেই চিনা সেনা ফের রাস্তা তৈরি শুরু করায় দিল্লির উদ্বেগ বেড়েছে। ধানোয়ার এ দিনের কথা সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখেই।

বি এস ধানোয়া, বায়ুসেনা প্রধান

তবে গত কাল নাথু লা-য় নির্মলার সঙ্গে চিনা সেনাদের বার্তা বিনিময় যথেষ্ট প্রীতিপূর্ণ ছিল। এগিয়ে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। ইংরেজি জানা এক চিনা সেনাকর্তা নিজের বাহিনীর সঙ্গে নির্মলার আলাপ করিয়ে দেন। প্রত্যেককে করজোড়ে ‘নমস্তে’ বলেন নির্মলা। তার পরেই প্রশ্ন করেন ‘‘বলুন তো নমস্তে কথার অর্থ কী?’’ এই সময় ভারতের এক সেনা ওই চিনা কর্তাকে সাহায্য করার চেষ্টা করলে তাঁকে মৃদু ধমক দিয়ে থামিয়ে দেন নির্মলা। চিনা কর্তাটি হিন্দি না জানলেও আন্দাজে বলেন, ‘‘নমস্তে কথার অর্থ, আপনার সঙ্গে দেখা হয়ে ভাল লাগল।’’ নির্মলা জানতে চান, কারও সঙ্গে দেখা হলে তাঁরা কী বলেন? ওই কর্তা উত্তর দেন, ‘‘নি হাও।’’ প্রতিরক্ষামন্ত্রী তাঁকে বুঝিয়ে দেন, ‘‘চিনের নি হাও-ই হলো ভারতের নমস্তে।’’ পরে নির্মলার হাত নাড়ার একটি ভিডিও পোস্ট করে প্রতিরক্ষা মন্ত্রক। ভিডিওটির নীচে নির্মলা লিখেছেন, ‘‘নাথু লা-য় সীমান্তের ওপার থেকে চিনা সেনারা আমার ছবি তুলছিলেন। তাঁদের উদ্দেশেই হাত নাড়ছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE