Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাবমেরিন বানাতে ডাক দরপত্রের

এই মাসের গোড়ায় ফ্রান্স, জার্মানি, সুইৎজারল্যান্ড, স্পেন ও রাশিয়ার বেশ কয়েকটি সংস্থাকে প্রযুক্তি সরবরাহের জন্য দরপত্র জমা দিতে বলা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০২:৩৩
Share: Save:

বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশীয় কারখানাতেই ডুবোজাহাজ বানাতে চায় নরেন্দ্র মোদী সরকার। তাই ভারতীয় নৌবাহিনীর জন্য নতুন ৬টি সাবমেরিন বানাতে বিশ্বের তাবড় যুদ্ধজাহাজ নির্মাতাদের দরপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি। ৬টি সাবমেরিন তৈরির জন্য ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

এই মাসের গোড়ায় ফ্রান্স, জার্মানি, সুইৎজারল্যান্ড, স্পেন ও রাশিয়ার বেশ কয়েকটি সংস্থাকে প্রযুক্তি সরবরাহের জন্য দরপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সরকারি-বেসরকারি ৭টি সংস্থাকে সাবমেরিন বানানোর জন্য খরচনামা জমা দিতে বলা হয়েছে। তা খতিয়ে দেখেই নির্মাতা সংস্থা বেছে নেওয়া হবে। বিদেশি সংস্থার সঙ্গে জোট বেঁধে সাবমেরিন তৈরি করবে তারা। সরকারি সূত্রের খবর, কাজ এখন শুরু হলেও প্রকল্পটির পরিকল্পনা বছর তিনেকের পুরনো। ভারতীয় নৌবাহিনীতে এখন মাত্র ১৩টি সাবমেরিন রয়েছে। যেগুলি প্রায় ২০ বছরের পুরনো। এ ক্ষেত্রে চিন-সহ অন্যান্য দেশের তুলনায় সংখ্যায় এবং প্রযুক্তিতে অনেকটা পিছিয়ে ভারত। ২০০০ সালে একটি প্রস্তাব গৃহীত হয় যে, ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে ২৪টি সাবমেরিন যোগ দেবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Warship Manufacturer Submarine Tender
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE