Advertisement
২০ এপ্রিল ২০২৪

৪৬ হাজার কোটির অস্ত্র কিনছে দিল্লি

বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই ‘কৌশলগত অংশীদারি’ প্রকল্পে ‘ইউটিলিটি’ হেলিকপ্টার তৈরির উদ্যোগই প্রথম পদক্ষেপ।

নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৬:৪০
Share: Save:

মোট ৪৬ হাজার কোটি টাকার অস্ত্র উৎপাদন ও কেনায় শনিবার সায় দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় পরিষদ। তার মধ্যে রয়েছে নৌসেনার ১১১টি ‘ইউটিলিটি’ হেলিকপ্টার। বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই ‘কৌশলগত অংশীদারি’ প্রকল্পে ‘ইউটিলিটি’ হেলিকপ্টার তৈরির উদ্যোগই প্রথম পদক্ষেপ। এ ছাড়া নৌসেনার জন্য ডুবোজাহাজের মোকাবিলায় সক্ষম ২৪টি হেলিকপ্টার কিনবে কেন্দ্র। সেনার জন্য দেশীয় প্রযুক্তিতে ১৫০টি উন্নত মানের কামান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE