Advertisement
২০ এপ্রিল ২০২৪

হত মুক্তমনাদের নামে স্টেশনের নামের দাবি

নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি এবং গৌরী লঙ্কেশ— গত পাঁচ বছরে মহারাষ্ট্র এবং কর্নাটকে নিহত এই চার মুক্তমনার নামে চারটি রেলস্টেশনের নামকরণ করার দাবি তুললেন তাঁদের পরিজনেরা।

নরেন্দ্র দাভোলকর, এম এম কালবুর্গি, গৌরী লঙ্কেশ এবং গোবিন্দ পানসারে।

নরেন্দ্র দাভোলকর, এম এম কালবুর্গি, গৌরী লঙ্কেশ এবং গোবিন্দ পানসারে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৩:৩৫
Share: Save:

নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি এবং গৌরী লঙ্কেশ— গত পাঁচ বছরে মহারাষ্ট্র এবং কর্নাটকে নিহত এই চার মুক্তমনার নামে চারটি রেলস্টেশনের নামকরণ করার দাবি তুললেন তাঁদের পরিজনেরা। দাভোলকরের ছেলে হামিদ দাভোলকর, পানসারের পুত্রবধূ মেঘা পানসারে এবং লঙ্কেশের বোন কবিতা লঙ্কেশ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লিখিত একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। যেখানে দাবি করা হয়েছে, মহারাষ্ট্র এবং কর্নাটকে ওই চার জনের হত্যাস্থলের নিকটবর্তী রেলস্টেশনগুলির নাম তাঁদের নামে রাখা হোক। ওই পিটিশনে স্বাক্ষর করেছেন তিস্তা শেতলবাড়, বিনায়ক সেন, প্রশান্ত ভূষণ, অশোক গঙ্গোপাধ্যায় প্রমুখ। উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় জংশন হওয়ার পরে হামিদ, মেঘা, কবিতাদের এই দাবি নতুন তাৎপর্য পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE