Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পরেশের ভাইপো কি আলফায়

আলফা-স্বাধীনের প্রধান পরেশ বরুয়ার বড়দা তথা প্রাক্তন সেনাকর্মী বিমল বরুয়ার ছেলে মুন্না বরুয়া আলফায় যোগ দিয়েছে বলে সন্দেহ পুলিশের।

পরেশ বরুয়া। ফাইল চিত্র।

পরেশ বরুয়া। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
গুয়াহাটি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০২:৩৭
Share: Save:

আলফা-স্বাধীনের প্রধান পরেশ বরুয়ার বড়দা তথা প্রাক্তন সেনাকর্মী বিমল বরুয়ার ছেলে মুন্না বরুয়া আলফায় যোগ দিয়েছে বলে সন্দেহ পুলিশের। আর্মি পাবলিক স্কুলের প্রাক্তনী, ইন্ডিয়ান অয়েলের ট্রেনি জুনিয়র ইঞ্জিনিয়ার মুন্না গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ। পরিবার ডিগবয় ও চাবুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছে। পরিবারের সন্দেহ, মুন্নাকে অপহরণ করা হয়েছে।

পরেশ বরুয়া দীর্ঘকাল ধরে ভারত-বিরোধী লড়াই চালালেও তাঁর বড়দা বিমল ও মেজদা প্রদীপ বরুয়া সেনাকর্মী ছিলেন। উজানি অসমে আলফা-বিরোধী অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর যে ডিভিশন, প্রদীপ ছিলেন সেই ডিভিশেনই। পরেশের আর এক ভাই বিকুল বরুয়া পেশায় শিক্ষক। একমাত্র বোন হীরাবতীর স্বামী উমাকান্ত চেতিয়াও সিআরপিএফ-এর অবসরপ্রাপ্ত কর্মী।

বিমলবাবু জানিয়েছেন, মুন্না নিয়ম করে অফিসে যাচ্ছে বলেই তাঁকে জানিয়েছিলেন। কিন্তু মুন্নার গরহাজিরার খবর পেয়ে তিনি ১৪ নভেম্বর ডিগবয় যান। জানতে পারেন ছেলে বেশ কিছু দিন ধরেই নিখোঁজ। তাঁর দু’টি মোবাইল নম্বরই বন্ধ। নিয়ম করে আলফার বিভিন্ন বিবৃতি ফেসবুকে শেয়ার করত মুন্না। মুন্নার ঘনিষ্ঠ এক বান্ধবী জানিয়েছেন, গত ৫ দিন মুন্না তাঁর সঙ্গেও যোগাযোগ করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam Paresh Barua ULFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE