Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাজানো ছিল চর-কাণ্ড, দাবি ইসরো বিজ্ঞানীর

ইসরো চর-কাণ্ড সম্পূর্ণ ‘সাজানো’ ছিল বলে ফের দাবি করলেন বিজ্ঞানী নাম্বি নারায়ণন। তাঁর নয়া বই ‘রেডি টু ফ্লাই’-এ ২৪ বছরের পুরনো সেই ঘটনা নতুন করে তুলে ধরেছেন নারায়ণন ও সাংবাদিক অরুণ রাম। ১৯৯৪-এ গুপ্তচর সন্দেহে ধৃত নারায়ণনকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নাম্বি নারায়ণন

নাম্বি নারায়ণন

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫০
Share: Save:

ইসরো চর-কাণ্ড সম্পূর্ণ ‘সাজানো’ ছিল বলে ফের দাবি করলেন বিজ্ঞানী নাম্বি নারায়ণন। তাঁর নয়া বই ‘রেডি টু ফ্লাই’-এ ২৪ বছরের পুরনো সেই ঘটনা নতুন করে তুলে ধরেছেন নারায়ণন ও সাংবাদিক অরুণ রাম। ১৯৯৪-এ গুপ্তচর সন্দেহে ধৃত নারায়ণনকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নারায়ণনের দাবি, ১৯৯৪-এর ২০ অক্টোবর মলদ্বীপের বাসিন্দা মরিয়ম রশিদা গ্রেফতার হওয়া থেকে শুরু করে গোটা ঘটনাটিই সাজানো। অভিযোগ, ইসরোর রকেটের ইঞ্জিনের গোপন স্কেচ পাওয়া গিয়েছিল মরিয়মের কাছে। যা তিনি পাকিস্তানের কাছে বিক্রি করতে চেয়েছিলেন বলে জানা যায়। মরিয়মের ডায়েরিতে ইসরোর বিজ্ঞানী শশীকুমারণের নাম পাওয়া গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এ ভাবেই বিষয়টির সঙ্গে জুড়ে দেওয়া হয় ইসরোর নাম। ১৯৯৪-এর নভেম্বরে কয়েক জন বিজ্ঞানীর সঙ্গে গ্রেফতার হন নারায়ণন। বইয়ে তিনি দাবি করেছেন, ইসরো চর-কাণ্ড একটি আন্তর্জাতিক ছক। যা ভারতে রকেটে তরল জ্বালানী ব্যবহারের প্রযুক্তিকে (সিই-২০) ১৫ বছর পিছিয়ে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE