Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বাঘের ছবি তুলে বিতর্কে

দু'দিন আগে শিবকুমারের স্ত্রী সত্যাপ্রিয়া বন দফতরের গাড়িতেই রাতে কাজিরাঙার অগরাতলি বনাঞ্চলে ঢোকেন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৩
Share: Save:

বন আইন ভেঙে রাতে জাতীয় উদ্যানে ঢুকে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তোলার অভিযোগ উঠল কাজিরাঙা জাতীয় উদ্যানের অধিকর্তা পি শিবকুমারের স্ত্রীর বিরুদ্ধে। দু'দিন আগে শিবকুমারের স্ত্রী সত্যাপ্রিয়া বন দফতরের গাড়িতেই রাতে কাজিরাঙার অগরাতলি বনাঞ্চলে ঢোকেন। নিজের ফেসবুকে গর্বের সঙ্গে আপলোড করা ভিডিয়োতে দেখা যায়, জিপসি গাড়ি থেকেই রয়্যাল বেঙ্গলের গায়ে জোরালো সার্চ লাইট ফেলে ছবি তুলছেন তাঁরা। চলছে হাসাহাসিও। তীব্র প্রতিবাদ জানান পশুপ্রেমীরা। আইন অনুযায়ী বনকর্তা বা বনকর্মী বাদে অন্য কেউ সূর্যাস্তের পরে জঙ্গলে ঢুকতে, কোর এলাকায় যেতে পারে না। বাঘ বা অন্যান্য বিপন্ন প্রাণীর গায়ে জোরালো আলো ফেলে ছবি তোলাও বেআইনি। বিভিন্ন সংগঠন আইন মেনে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। এর পর ওই ভিডিয়ো ও ছবি মুছে দেন সত্যপ্রিয়া। পরে নিজের প্রোফাইলও ‘ডিঅ্যাক্টিভেট’ করে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kaziranga National Park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE