Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কমলাক্ষের প্রচারে এ বার থেকে পুস্তিকা

আজ আনুষ্ঠানিকভাবে জেলা কংগ্রেসের নির্বাচনী প্রচার পুস্তিকার উদ্বোধন করা হল। করিমগঞ্জের ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি ও অন্য পদাধিকারীরা ‘বিশ্বাসের পাঁচ বছর-পরিক্রমা’ নামক প্রচার পুস্তিকাটি উদ্বোধন করেন। সেই সঙ্গে একটি গানের সিডিও প্রকাশ করা হয়। সেখানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর উন্নয়নের ফিরিস্তি গানের মাধ্যমে প্রচার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০৩:৫৫
Share: Save:

আজ আনুষ্ঠানিকভাবে জেলা কংগ্রেসের নির্বাচনী প্রচার পুস্তিকার উদ্বোধন করা হল। করিমগঞ্জের ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি ও অন্য পদাধিকারীরা ‘বিশ্বাসের পাঁচ বছর-পরিক্রমা’ নামক প্রচার পুস্তিকাটি উদ্বোধন করেন। সেই সঙ্গে একটি গানের সিডিও প্রকাশ করা হয়। সেখানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর উন্নয়নের ফিরিস্তি গানের মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি কেতকী প্রসাদ দত্ত বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক যে কাজ করেছেন তা অনেকেই করতে পারেননি। ফলে অসমের সব ক’টি বিধানসভার মধ্যে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। একই ভাবে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী কমলাক্ষের কাজের প্রশংসা করেন। কমলাক্ষবাবু তাঁর বক্তব্যে উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাসের কঠোর সমালোচনা করেন। বলেন, প্রাক্তন বিধায়ক সতেরো বছরে যে উন্নয়ন করতে পারেননি তা পাঁচ বছরে করে দেখিয়েছেন তিনি। উত্তর করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী মিশনবাবু শুধুমাত্র সমালোচনা করতেই জানেন বলে উল্লেখ করেন বিধায়ক। জেলা কংগ্রেসের নির্বাচনী পুস্তিকায় উত্তর করিমগঞ্জ ছাড়া জেলার অন্য চারটি সমষ্টির উন্নয়নের খতিয়ান, এমনকী দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দেক আহমেদের কাজের ফিরিস্তি পুস্তিকায় স্থান পেল না কেন? এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কেতকীবাবু। বরং তড়িঘড়ি সাংবাদিক বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election brochure congress karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE