Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কিছু লিখলেই নোট বাতিল, এমন নয়, বললেন রাজন

ময়লা হোক বা কোঁচকানো- আগামী পয়লা জানুয়ারির পরেও তা দিব্যি চালানো যাবে। কেউ সে সব নিতে আপত্তি করবে না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন আজ এক বিবৃতিতে এ কথা জানিয়ে দিয়েছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ২০:২০
Share: Save:

গুজবে কান দেবেন না।

ছুটোছুটি-দৌড়ঝাঁপের দরকার নেই।

আঁকিবুকি থাকা ময়লা, কোঁচকানো নোট নিয়ে তা বদলানোর জন্য খুব বেশি ব্যস্ত হয়ে ওঠারও দরকার নেই আপনার।

আঁকিবুকি থাক, ময়লা হোক বা কোঁচকানো- আগামী পয়লা জানুয়ারির পরেও তা দিব্যি চালানো যাবে। কেউ সে সব নিতে আপত্তি করবে না।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন আজ এক বিবৃতিতে এ কথা জানিয়ে দিয়েছেন।

এর আগে হোয়াট্‌স অ্যাপে জোর গুজব রটেছিল, ওই সব ময়লা, কোঁচকানো নোটের আয়ু এ বছরেই শেষ হয়ে যাবে। আগামী পয়লা জানুয়ারি থেকে ওই সব নোট আর বাজারে চালানো যাবে না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘‘এটা একেবারেই গুজব। ডাহা মিথ্যে। আঁকিবুকি থাকা ময়লা, কোঁচকানো নোটগুলো আগামী পয়লা জানুয়ারির পর বাজারে চালাতে কোনও অসুবিধা নেই। ওই সব নোট সম্পূর্ণ বৈধ। এটা ঠিকই, অতীতে রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল, আঁকিবুকি থাকা ময়লা ও কোঁচকানো নোটগুলোর জায়গায় বাজারে ঝকঝকে নতুন নোট আনবে। কিন্তু, তার মানে এই নয় যে, ওই নোটগুলো বাজারে পুরোপুরি বাতিল হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dont go by notes reserve bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE