Advertisement
২০ এপ্রিল ২০২৪
Donald Trump's India Visit

মেলানিয়ার হাতে হাত রেখে তাজমহলে সান্ধ্যভ্রমণ ট্রাম্পের

ট্রাম্প দম্পতিকে তাজমহল ঘুরে দেখালেন গাইড। ভিজিটরস‌্ বুকে সইও করেছেন তাঁরা। সন্ধ্যা ৬টা ৭ মিনিট নাগাদ তাজমহল থেকে বেরিয়ে যান তাঁরা।

তাজমহলের সামনে ফটোশুট ট্রাম্প দম্পতির। ছবি: রয়টার্স।

তাজমহলের সামনে ফটোশুট ট্রাম্প দম্পতির। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৯
Share: Save:

গুজরাতের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পরই তাজমহলের উদ্দেশে রওনা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাজমহল ঘুরে দেখার পর সন্ধ্যা ৬টা নাগাদ সপরিবার বেরিয়ে পড়েন। পরবর্তী গন্তব্য দিল্লি। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে দিল্লি পৌঁছনোর কথা ট্রাম্পের। আগরা বিমানবন্দরে নামার পর থেকে তাজমহলে পৌঁছনো- কী কী করলেন ট্রাম্প দেখে নিন

লাইভ আপডেট:

• সন্ধ্যা ৬টা ৭ মিনিটে তাজমহল থেকে রওনা দেয় ট্রাম্পের কনভয়। সাড়ে ৭টা নাগাদ দিল্লি পৌঁছনোর কথা ট্রাম্পের।

• স্বামীর সঙ্গে তাজমহল ঘুরে দেখছেন ইভাঙ্কা ট্রাম্পও।

• তাজমহলে ফটোশুট করলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়ার হাতে হাত রেখে তাজমহলে সান্ধ্যভ্রমণ ট্রাম্পের।

• তাঁদের তাজমহল ঘুরে দেখাচ্ছেন গাইড।

• তাজমহলের ভিজিটরস‌্ বুকে লিখলেন ডোনাল্ড ট্রাম্প। তার নীচে সই করলেন ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প। তাজমহল দেখে মুগ্ধ ট্রাম্প ভিজিটরস‌্ বুকে লিখলেন, ‘সৌন্দর্যের কালজয়ী নিদর্শন’।

• বিকেল ৫টা নাগাদ সপরিবার তাজমহল পৌঁছলেন ট্রাম্প।

• তাজমহলে এক ঘণ্টা কাটানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তাজমহল থেকেই সূর্যাস্ত দেখার কথা।

আরও পড়ুন: সিএএ: রণক্ষেত্র দিল্লি, আগুন-ইট-সঙ্ঘর্ষ, হত পুলিশকর্মী

• বিকেল ৪টে ৪২ মিনিটে বিমানবন্দর থেকে তাজমহলের উদ্দেশে রওনা দেন ট্রাম্প। ট্রাম্পের জন্য আগে থেকেই সেজে উঠেছিল তাজমহল।

• বিমানবন্দরে পা রাখার পরই উপস্থিত শিল্পীরা তাঁদের উদ্দেশে নানা অনুষ্ঠান করেন।

• আগরায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি এবং ইভাঙ্কাকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন পটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

• আগরায় বিমানবন্দরে পৌঁছেছেন ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জারেদ কুশনার।

• আগরায় বিমানবন্দরে নামলেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

• বিকেল ৪টে ১৭ মিনিটে আগরা পৌঁছলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: সন্ত্রাস দমনে ব্যবস্থা নিতে হবে, ভারতে দাঁড়িয়ে ট্রাম্পের বার্তা

• আজ সপরিবার ভারতে এসে আমদাবাদে গিয়ে প্রথমে সবরমতি আশ্রম পরিদর্শন করেন ট্রাম্প। তার পর যোগ দেন মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE