Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

মোদী আমাকে বলেছেন তিনিও ধর্মীয় স্বাধীনতা চান: ট্রাম্প

সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সাংবাদিকদের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সাংবাদিকদের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০০
Share: Save:

ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং দিল্লিতে অশান্তি নিয়ে প্রশ্নের জবাবে বললেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘এ বিষয়ে হায়দরাবাদ হাউসে বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। তিনিও চান, যাতে ভারতে ধর্মীয় স্বাধীনতা বজায় থাকে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাঁরা কাজ করছেন।’’

দিল্লিতে সিএএ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। তবে এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এখানে আলোচনা করতে চাই না।’’

করোনা ভাইরাস নিয়েও এ দিন উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, কী ভাবে এই মারণ ভাইরাসের মোকাবিলা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছে। সন্ত্রাসের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইসিস-কেও এক দিন আমরা শেষ করব।

হায়দরাবাদ হাউসে যৌথ প্রেস বিবৃতি। তার পর রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজ সেরে এ বার সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ-বিদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বক্তব্য:

• তবে সিএএ নিয়ে মোদীর সঙ্গে কথা হয়নি

• কিন্তু এটা এখানে আমি আলোচনা করতে চাই না। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়

• মোদী সরকার এটা নিয়ে কাজ করছে। আমি ব্যক্তিগত আক্রমণের কথা শুনেছি

• প্রধানমন্ত্রী মোদী চান, দেশে ধর্মীয় স্বাধীনতা বজায় থাক

• আমরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা হয়েছে আমাদের দু’জনের মধ্যে (সিএএ নিয়ে প্রশ্নের জবাবে)

• কী ভাবে এই মারণ ভাইরাসের মোকাবিলা করা যায়, তা নিয়ে মোদীর সঙ্গেও কথা হয়েছে

• শি চিনফিংয়ের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে , ভাইরাস সংক্রমণ রুখতে চিন ভাল কাজ করছে

• করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ ডোনাল্ড ট্রাম্পের

• ইসলামিক স্টেট (আইএস)-কেও এক দিন এ ভাবেই দমন করব

• সন্ত্রাস দমনে ভারত-আমেরিকা বরাবরই কাজ করে আসছে

• ভারতের সঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি

• ভারতের সঙ্গে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি হয়েছে

• ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভাল করতে আগ্রহী আমেরিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Donald Trump in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE