Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শুরু হল অরুণাচলের উপজাতি উত্সব দ্রি

রবিবার থেকে অরুণাচল প্রদেশে শুরু হল আপাতনি উপজাতির সবচেয়ে বড় উৎসব দ্রি। নামনি সুবনসিরির জিরো উপত্যকায় হিজা দ্রি মাঠে দ্রি উৎসবের উদ্বোধন হয় বাচ্চাদের নাচ দিয়ে। প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে ভাল ফলনের প্রার্থনায় দ্রি উৎসব অনুষ্ঠিত হয়। নাচ-গানের পাশাপাশি থাকবে দেশীয় খেলা ও লোকনৃত্য প্রতিযোগিতা, খাবার পসরা, মিস আপাতনি প্রতিযোগিতা।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ১৭:০১
Share: Save:

রবিবার থেকে অরুণাচল প্রদেশে শুরু হল আপাতনি উপজাতির সবচেয়ে বড় উৎসব দ্রি। নামনি সুবনসিরির জিরো উপত্যকায় হিজা দ্রি মাঠে দ্রি উৎসবের উদ্বোধন হয় বাচ্চাদের নাচ দিয়ে। প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে ভাল ফলনের প্রার্থনায় দ্রি উৎসব অনুষ্ঠিত হয়। নাচ-গানের পাশাপাশি থাকবে দেশীয় খেলা ও লোকনৃত্য প্রতিযোগিতা, খাবার পসরা, মিস আপাতনি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুন্দরীরা গতকাল জিরো কারাগারে গিয়ে কয়েদিদের মধ্যে ফল বিতরণ করে। দ্রি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দেন মুখ্যমন্ত্রী নাবাম টুকি। তিনি আশা করেন, এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dree festival arunachal pradesh Nabam Tuki
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE