Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

মত্ত অবস্থায় জ্যান্ত সাপ গিলে উত্তরপ্রদেশে মৃত এক ব্যক্তি

রাস্তার ধারে একটি সাপ ঘোরাফেরা করছিল। তাতেই চোখ পড়ে মদ্যপ এক ব্যক্তির। গ্রামবাসীদের প্ররোচনায় প্রথমে ওই সাপটির সঙ্গে কিছু ক্ষণ খেলা করেন তিনি। পরে জ্যান্ত সাপটি গিলেও ফেলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চার ঘণ্টা পরে মৃত্যু হয় তাঁর।

উন্মত্ত অবস্থায় সাপের সঙ্গে খেলা করতে ব্যস্ত মহিপাল সিংহ। ছবি: ইউটিউব।

উন্মত্ত অবস্থায় সাপের সঙ্গে খেলা করতে ব্যস্ত মহিপাল সিংহ। ছবি: ইউটিউব।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৭
Share: Save:

রাস্তার ধারে একটি সাপ ঘোরাফেরা করছিল। তাতেই চোখ পড়ে মদ্যপ এক ব্যক্তির। গ্রামবাসীদের প্ররোচনায় প্রথমে ওই সাপটির সঙ্গে কিছু ক্ষণ খেলা করেন তিনি। পরে জ্যান্ত সাপটি গিলেও ফেলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চার ঘণ্টা পরে মৃত্যু হয় তাঁর।

সাপের সঙ্গে তাঁর খেলা করার একটি ভিডিয়োও সামনে এসেছে। সেই ভিডিয়ো থেকে পরিষ্কার, তাঁকে প্ররোচনা দিচ্ছিলেন বেশ কিছু মানুষ। সঙ্গে ভিডিয়োও করছিলেন তাঁরা। সাপের সঙ্গে তাঁর খেলা করার ভিডিয়োটি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি গ্রামে। গ্রামের স্থানীয়দের কাছে থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মহিপাল সিংহ। ওই গ্রামেই শ্রমিকের কাজ করেন ৪০ বছরের মহিপাল। তাঁর পরিবারে আছেন স্ত্রী, তিন মেয়ে আর এক ছেলে। সাপটিকে রাস্তায় যখন মহিপাল দেখেন, তখন তিনি মদ্যপান করে চুর ছিলেন।

সাপের সঙ্গে কী ভাবে খেলা করছিলেন মহিপাল দেখুন ভিডিয়ো

ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপটিকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ বাহবা দিতে থাকেন মহিপালকে। সে সময়ে এক জন তাঁকে সাপটিকে মুখে নিয়ে নিতে বলেন। আর সেটা তিনি করেও ফেলেন।

আরও পড়ুন: ২০টি জ্যান্ত সাপ নিয়ে বিমানে জার্মানি থেকে রাশিয়া!

আরও পড়ুন: নিষিদ্ধ হল স্যারিডন, ট্যাক্সিম-সহ ৩২৮টি বহুল ব্যবহৃত ওষুধ

এক স্থানীয়ের কথায়, ‘‘কিন্তু কী হচ্ছে? সেটা বোঝার আগেই সাপটি মহিপালের হাত ফস্কে সোজা ঢুকে পড়ে তাঁর শ্বাসনালীতে। নিমেষের মধ্যে অসুস্থ হয়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই চার ঘণ্টা পরে মৃত্যু হয় মহিপালের।’’

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Snake Uttar Pradesh Social Media Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE