Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

হঠাৎ বিধানসভা ভাঙলেই এ বার চালু আদর্শ আচরণবিধি, জানাল নির্বাচন কমিশন

এ বার কোনও পরিস্থিতিতে রাজ্য বিধানসভা ভেঙে গেলে যে তদারকি সরকার ক্ষমতাসীন হবে, গোড়া থেকেই তার ওপর ওই আচরণবিধি বলবৎ হবে।

নির্বাচন কমিশনের সদর দফতর। দিল্লিতে। ছবি- সংগৃহীত।

নির্বাচন কমিশনের সদর দফতর। দিল্লিতে। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৫
Share: Save:

কোনও রাজ্য বিধানসভা ভেঙে যাওয়ার পরেই এ বার তদারকি সরকারের ওপর আদর্শ আচরণবিধি চালু হচ্ছে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এত দিন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি বলবৎ হত। আর তার মেয়াদ থাকত নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় পর্যন্ত।

এ বার কোনও পরিস্থিতিতে রাজ্য বিধানসভা ভেঙে গেলে যে তদারকি সরকার ক্ষমতাসীন হবে, গোড়া থেকেই তার ওপর ওই আচরণবিধি বলবৎ হবে। তার মেয়াদ ফুরোবে ভোটের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সময়।

দেশের সব রাজ্যের ক্যাবিনেট সচিব ও মুখ্যসচিবকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যা কার্যকরও হয়ে গিয়েছে। ওই নির্দেশ প্রথমেই কার্যকর হল তেলঙ্গানায়। সেখানে বিধানসভা নির্বাচন আসন্ন। প্রশাসন চালাচ্ছে একটি তদারকি সরকার।

আরও পড়ুন- পরকীয়া অপরাধ নয়, স্বামী প্রভু হতে পারেন না স্ত্রীর, রায় সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন- নমাজের জন্য মসজিদ অত্যাবশ্যক নয়, সুপ্রিম কোর্টে বহাল আগের রায়​

এই নির্দেশের সপক্ষে এস আর বোম্মাই মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বলা হয়েছে, তদারকি সরকারের যেহেতু সাংবিধানিক ভাবে কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, তাই তদারকি সরকারকে গোড়া থেকেই ওই আদর্শ আচরণবিধি এ বার মেনে চলতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE