Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Police

ঝাড়খণ্ডে গ্রেফতার অর্থনীতিবিদ জঁ দ্রেজ, পরে মুক্তি দিল পুলিশ

দ্রেজ ছাড়াও গ্রেফতার করা হয়েছিল আরও দুই সমাজকর্মীকে। তাঁরা হলেন বিবেক গুপ্তা এবং অঞ্জু কুমার। জামিন পান তাঁরাও।

সংবাদ সংস্থা
বিষুণপুর (ঝাড়খণ্ড) শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৬:১০
Share: Save:

গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পর জামিন পেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা সমাজকর্মী জঁ দ্রেজ। খাদ্যের অধিকার নিয়ে সভা করার সময় বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পুলিশের অনুমতি ছাড়া সভা করছিলেন। দ্রেজ ছাড়াও গ্রেফতার করা হয়েছিল আরও দুই সমাজকর্মীকে। তাঁরা হলেন বিবেক গুপ্তা এবং অঞ্জু কুমার। জামিন পান তাঁরাও।

ঝাড়খণ্ডের গুমলা জেলার বিষুণপুরে স্থানীয় মানুষদের নিয়ে একটি সভা করছিলেন জঁ দ্রেজ। সভায় উপস্থিত মানুষদের খাদ্যের অধিকার সম্পর্কে সচেতন করছিলেন। তখনই তাঁদের গ্রেফতার করে পুলিশ।

দিল্লি স্কুল অফ ইকনমিক্স ও রাঁচি বিশ্ববিদ্যালয়েও অর্থনীতি পড়ান জঁ দ্রেজ। পেশার বাইরে বেশির ভাগ সময়টাই দেন প্রান্তিক মানুষগুলির জন্য। পশ্চিম ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার শ্রমিকদের খাদ্যের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। দ্রেজের গ্রেফতারির পরই বিষয়টি নিয়ে সরব হন মানবাধিকার কর্মী যোগেন্দ্র যাদব-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

আরও পড়ুন: মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করতে রাষ্ট্রপুঞ্জে নয়া পদক্ষেপ আমেরিকার

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jean Dreze police Arrset
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE