Advertisement
২০ এপ্রিল ২০২৪
Indian Army

২৮ ঘণ্টায় অপারেশন শেষ, খতম ২ জঙ্গি

সোমবার সকালে শ্রীনগরের কর্ণনগরে সিআরপিএফের একটি শিবিরে হামলা চালায় জঙ্গিরা। কিন্তু, রক্ষীরা সতর্ক থাকায় ভিতরে ঢুকতে পারেনি তারা। জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে মারা যান এক জওয়ান।

চলছে অভিযান। ছবি: পিটিআই।

চলছে অভিযান। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯
Share: Save:

২৮ ঘণ্টা পর মিশন সাকসেসফুল। পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে থাকা দুই জঙ্গিকে নিকেশ করতে পারল পুলিশ ও সিআরপিএফ।

সোমবার সকালে শ্রীনগরের কর্ণনগরে সিআরপিএফের একটি শিবিরে হামলা চালায় জঙ্গিরা। কিন্তু, রক্ষীরা সতর্ক থাকায় ভিতরে ঢুকতে পারেনি তারা। জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে মারা যান এক জওয়ান। এর পরেই জঙ্গিরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও সিআরপিএফ। শ্রীনগর মেডিক্যাল কলেজের কাছে ফের বাহিনীকে লক্ষ করে ফের গুলি ছোড়ে জঙ্গিরা। ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় জঙ্গিরা।

এর পর জঙ্গি খতম করতে অভিযান শুরু করে বাহিনী। মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই অভিযান চলেছে বলে সিআরপিএফ সূত্রে খবর। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি স্বয়ম প্রকাশ পানি সকালে জানিয়েছিলেন, বাড়িটির ভিতরে দুই জঙ্গি রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।অপারেশন প্রায় অন্তিম পর্যায়ে।

জম্মুর সেনা শিবিরে হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীনগরে সিআরপিএফের শিবিরে ওই হামলা হয়। এর পরেই সন্ত্রাসে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে বলে জানিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, হিংসা বন্ধ করতে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা উচিত।

আরও পড়ুন: জম্মুর পর হামলা শ্রীনগরে

আরও পড়ুন: সেনা-মন্তব্যের জন্য ক্ষমা চান ভাগবত: রাহুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE