Advertisement
২৩ এপ্রিল ২০২৪
INTERPOL

করোনার কারণে মুলতুবি হল ইন্টারপোলের বার্ষিক অধিবেশন

২০২২ সালে ভারতে ইন্টারপোল সাধারণ পরিষদের ৯১ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লিঁয় (ফ্রান্স) শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৭:৫৯
Share: Save:

কোভিড-১৯ অতিমারি পরিস্থিতির কারণে মুলতুবি হয়ে গেল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন। সংস্থার ইতিহাসে এই প্রথম বার।

ইন্টারপোল সাধারণ পরিষদে সদস্য-রাষ্ট্রের সংখ্যা ১৯৪। আগামী ৭-৮ ডিসেম্বর সংযুক্ত আরব অমিরশাহিতে পরিষদের ৮৯ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারপোল মহাসচিব জুরগেন স্টক মঙ্গলবার বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করতে পারছি না। আমিরশাহি কর্তৃপক্ষ করোনা পরিস্থিতি মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ করেছেন। কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে আমরা ৮৯ তম বার্ষিক অধিবেশন মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’

জুরগেন জানান, ইন্টারপোলের কার্যনির্বাহী কমিটি অধিবেশন মুলতুবির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারপোল কর্তৃপক্ষ জানিয়েছেন, বার্ষিক অধিবেশনের সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী পর্যায়ে ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ২০২২ সালে ভারতে ৯১ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও পড়ুন: চিনকে চাপে ফেলে বঙ্গোপসাগরে মালবার নৌ মহড়া শুরু চতুর্দেশীয় অক্ষের

প্রসঙ্গত, ইন্টারপোলের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা আন্তর্জাতিক সন্ত্রাস, সংগঠিত অপরাধ, মাদক চোরাচালান-সহ নানা বিষয়ে আলোচনা এবং তথ্য আদানপ্রদান করেন। বাজেট সংক্রান্ত বিষয়ও অনুমোদন করা হয়। এ বার অধিবেশন মুলতুবি হওয়ায় আলোচনা ছাড়াই বাজেট অনুমোদন করা হতে পারে।

আরও পড়ুন: রাজ্যসভায় ৩৮-এ নেমে গেল কংগ্রেসের আসন, সংসদের ইতিহাসে প্রথম বার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE