Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ইশরাত মামলা

মোদীকে ফাঁসাতেই কংগ্রেসি ছক, দাবি বিজেপির

ইশরাত জহান কাণ্ডে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের ভূমিকা নিয়ে তদন্ত চাইল বিজেপি। তাদের দাবি, কংগ্রেস হাইকম্যান্ড নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ইশরাত মামলায় ফাঁসাতে চেয়েছিল। তাদের নির্দেশেই চিদম্বরম ইশরাত মামলায় হলফনামা বদল করেছিলেন।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০৩:০৯
Share: Save:

ইশরাত জহান কাণ্ডে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের ভূমিকা নিয়ে তদন্ত চাইল বিজেপি। তাদের দাবি, কংগ্রেস হাইকম্যান্ড নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ইশরাত মামলায় ফাঁসাতে চেয়েছিল। তাদের নির্দেশেই চিদম্বরম ইশরাত মামলায় হলফনামা বদল করেছিলেন।

২০০৪ সালের ১৫ জুন গুজরাত পুলিশের গুলিতে নিহত মহারাষ্ট্রের তরুণী ইশরাত জহান ও তাঁর তিন সঙ্গী জঙ্গি ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তাঁদের ভুয়ো সংঘর্ষে খুন করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি পাক বংশোদ্ভূত মার্কিন লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সাক্ষ্যে বিষয়টি নিয়ে ফের জলঘোলা শুরু হয়। আমেরিকা থেকে ভিডিও সাক্ষ্যে হেডলি জানায়, ইশরাত লস্কর জঙ্গি ছিলেন।

হেডলির সাক্ষ্যের পরে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ইশরাত কাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন আমলারা। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই দাবি করেন, সুপ্রিম কোর্টে ইশরাত নিয়ে অবস্থান বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন পি চিদম্বরম নিজে। এতে স্বরাষ্ট্রসচিব হিসেবে তাঁর কোনও ভূমিকা ছিল না। ইশরাত মামলায় সুপ্রিম কোর্টে দু’টি হলফনামা জমা দেয় ইউপিএ সরকার। প্রথম হলফনামায় জানানো হয়, ইশরাতরা যে লস্কর জঙ্গি সে কথা জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)। কিন্তু দ্বিতীয় হলফনামায় কেন্দ্র জানায়, ইশরাতরা জঙ্গি কিনা তা নিয়ে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। পিল্লাইয়ের দাবি, তাঁকে অন্ধকারে রেখে আইবি-র এক জুনিয়র অফিসারকে
দিয়ে দ্বিতীয় হলফনামাটি লিখিয়েছিলেন চিদম্বরম। আজ আবার মুখ খুলেছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাক্তন উপসচিব আর ভি এস মণি। তাঁর দাবি, কার্যত চাপে পড়েই ওই দ্বিতীয় হলফনামায় স্বাক্ষর করতে হয়েছিল তাঁকে। মণির আরও দাবি, ইশরাত কাণ্ডে অবস্থান বদলের জন্য তাঁকে বার বার চাপ দেওয়া হয়েছে। এমনকী বিশেষ তদন্তকারী দলের প্রধান সতীশ বর্মা তাঁকে সিগারেটের ছেঁকাও দিয়েছিলেন।

প্রত্যাশিত ভাবেই সরাসরি রাহুল ও সনিয়া গাঁধীকে নিশানা করে আসরে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, ‘‘কংগ্রেস হাইকম্যান্ডই ইশরাত মামলায় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ফাঁসাতে চেয়েছিল। চিদম্বরমের ভূমিকা নিয়ে তদন্ত হলেই সব কথা জানা যাবে।’’

এখনও পর্যন্ত অবিচলিতই আছেন চিদম্বরম। তাঁর বক্তব্য, ‘‘ইশরাত মামলায় দ্বিতীয় হলফনামার বক্তব্য একেবারেই ঠিক। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি পুরো বিষয়ের দায়িত্ব নিচ্ছি।’’ তাঁর কথায়, ‘‘পিল্লাই পুরোদস্তুর এই সিদ্ধান্তের অংশীদার ছিলেন। এখন তিনি যে ভাবে দায়িত্ব এড়াচ্ছেন তাতে আমি বিস্মিত।’’ কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির কথায়, ‘‘রাজনৈতিক ফায়দা লুটতে ইশরাত মামলা নিয়ে মিথ্যে বলা হচ্ছে। আর ভি এস মণির বক্তব্য নিয়ে হইচই হচ্ছে। মণি এক বার বলেছিলেন কেন্দ্রই মুম্বই হামলা ও সংসদে হানার পিছনে রয়েছে।’’

ইশরাত জহান ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাত পুলিশের কয়েক জন কর্মীর বিরুদ্ধে মামলা চলছে। পিল্লাইয়ের বক্তব্যের পরে তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ করতে শীর্ষ আদালতে আর্জি জানান আইনজীবী এম এল শর্মা। সুপ্রিম কোর্ট আর্জিটি শুনতে রাজি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

p Chidambaram ishrat jahan cover up
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE