Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ২০ রাজ্যে, মঙ্গলবার স্কুল বন্ধ দিল্লিতে

হাওয়া অফিসের ওই পূর্বাভাস পাওয়ার পরেই দিল্লির সবক’টি বৈকালিক স্কুল মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ঝড়ের পূর্বাভাস পেয়ে আগেই হরিয়ানা সরকার মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ২০:৩৫
Share: Save:

দিল্লি সহ ২০টি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভোরে। সঙ্গে হতে পারে ঝড়ও।

হাওয়া অফিসের ওই পূর্বাভাস পাওয়ার পরেই দিল্লির সবক’টি বৈকালিক স্কুল মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ঝড়ের পূর্বাভাস পেয়ে আগেই হরিয়ানা সরকার মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।

দিল্লি মেট্রোর তরফে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার বা তার বেশি হলে ট্রেনগুলিকে প্ল্যাটফর্ম ছেড়ে না যেতে বলা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, সিকিম, ওডিশা, তেলঙ্গনা, তামিলনাড়ু, কর্ণাটক ও কেরলে। ওই রাজ্যগুলিতে ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার। রাজস্থান ও মধ্যপ্রদেশে ধুলিঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Haryana Rainstorm দিল্লি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE