Advertisement
২০ এপ্রিল ২০২৪

নেতাজির নামাঙ্কিত ফব-র নতুন ভবন

সিপিএম অথবা সিপিআইয়ের রাজধানীতে দলীয় অফিস থাকলেও এত দিন ফরওয়ার্ড ব্লকের কোনও অফিস ছিল না। তেমনই দিল্লিতে নেতাজির নামাঙ্কিত কোনও ভবনও ছিল না। আজ সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এত দিনের সেই অভাবটি পূরণ হল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ২১:৪০
Share: Save:

সিপিএম অথবা সিপিআইয়ের রাজধানীতে দলীয় অফিস থাকলেও এত দিন ফরওয়ার্ড ব্লকের কোনও অফিস ছিল না। তেমনই দিল্লিতে নেতাজির নামাঙ্কিত কোনও ভবনও ছিল না। আজ সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এত দিনের সেই অভাবটি পূরণ হল। করোলবাগে সদ্যনির্মিত ভবনটির উদ্বোধন করলেন ফব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ। সমস্ত বামদলের উপস্থিতিতে নেতাজিকে স্মরণ করা হল। সিপিএমের সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, সিপিআইয়ের ডি রাজা, আরএসপি-র অবনী রায়ের মতো নেতারা সমাজবাদী বামশক্তিকে এক ছাতায় নিয়ে আসার জন্য নেতাজির ভূমিকাকে স্মরণ করলেন। ফব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকার সময়েই আমরা চার বাম দলের নেতারা তাঁকে চিঠি দিয়ে ২৩ জানুয়ারি দেশপ্রেম দিবস ঘোষণা করার দাবি জানিয়েছিলাম। কিন্তু সেই দাবি মানা হয়নি। এটা অত্যন্ত লজ্জার।’’ সীতারামের কথায়, ‘‘দিল্লিতে নেতাজি ভবন যে হতে পারে সেটাই কখনও ভাবিনি। কিন্তু ফব-র নেতারা তা করে দেখিয়েছেন। তাঁদের ধন্যবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE