Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জেডিএসের অভিযোগ

সাংবাদিক বৈঠক করে জেডিএস-এর জাতীয় সাধারণ সম্পাদক প্রাক্তন বিচারপতি বি জে কোলসে পাটিল জানান, হায়দরাবাদের একটি সংস্থা এই নিয়ে সমীক্ষা চালায়।

এএফপি-র তোলা প্রতীকী ছবি।

এএফপি-র তোলা প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০১:৩২
Share: Save:

বিজেপির যড়যন্ত্রে মহারাষ্ট্রের ভোটার তালিকা থেকে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করল জনতা দল সেকুলার (জেডিএস)।

সাংবাদিক বৈঠক করে জেডিএস-এর জাতীয় সাধারণ সম্পাদক প্রাক্তন বিচারপতি বি জে কোলসে পাটিল জানান, হায়দরাবাদের একটি সংস্থা এই নিয়ে সমীক্ষা চালায়। তাতে উঠে এসেছে মহারাষ্ট্রের ভোটার তালিকায় নাম নেই ৩৯,২৭,৮৮২ জনের। অর্থাৎ মোট ভোটাদাতার ৪.৬ শতাংশ। বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি পাটিল বলেন, ‘‘৩৯,২৭,৮৮২ জনের মধ্যে ১৭ লক্ষ ভোটদাতা দলিত আর ১০ লক্ষ মুসলিম। রাজনৈতিক ফায়দার জন্য সবই বিজেপির যড়যন্ত্র।’’ তাঁর আশা, ভুল শুধরে নেওয়ার সময় রয়েছে। নির্বাচন কমিশন তা করবে।

সমীক্ষাটি চালিয়েছেন আইটি ইঞ্জিনিয়র এবং ‘মিসিং ভোটার অ্যাপ’-এর প্রতিষ্ঠাতা খালিদ সইফুল্লা। তিনিও বলেন, ‘‘বিষয়টি গুরুত্ব বিবেচনা করে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ করা উচিত। তা না হলে বহু মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হবেন।’’ সইফুল্লার দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যাটা প্রায় ১২.৭ কোটি। তাঁদের তিন কোটি মুসলিম। এই সব ভোটার লোকসভা নির্বাচনে সম্ভবত ভোট দিতে পারেননি। সইফুল্লা আরও জানিয়েছেন, তাঁর অ্যাপটিতে প্রতিটি নির্বাচন কেন্দ্র, ভোটার-সহ বিভিন্ন তথ্য রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE