Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বারাণসীতে আজ মোদীর রোড-শো

এ বারের নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটে জয়ী হয়েছেন মোদী। গত বারের তুলনায় তাঁর জয়ের ব্যবধান বেড়েছে লক্ষাধিক। ওই বিরাট জয়ের পর আগামিকাল মোদীর বারাণসী যাওয়ার কথা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বারাণসী শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ০১:৩৩
Share: Save:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে তিনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার আগে আগামিকাল নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।

এ বারের নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটে জয়ী হয়েছেন মোদী। গত বারের তুলনায় তাঁর জয়ের ব্যবধান বেড়েছে লক্ষাধিক। ওই বিরাট জয়ের পর আগামিকাল মোদীর বারাণসী যাওয়ার কথা। বিজেপি সূত্রের খবর, সকালে বারাণসী পৌঁছে একটি রোড শো করবেন প্রধানমন্ত্রী। পুলিশ লাইন থেকে বংশফাটক পর্যন্ত ওই রোড-শো হওয়ার কথা। তাঁকে বিপুল ব্যবধানে জয়ী করার জন্য ওই রোড-শো থেকেই ভোটদাতাদের ধন্যবাদ জানাবেন মোদী। এর পর তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন। উত্তরপ্রদেশ বিজেপি সূত্রের খবর, আগামিকাল বিকেলে দলীয় কর্মীদের একটি সভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।

১৯ মে বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। তার আগে একটি ভিডিয়ো বার্তায় মোদী নিজেকে ‘কাশীবাসী’ বলেছিলেন। একই সঙ্গে তিনি জানান, তাঁর যাবতীয় কাজের প্রেরণা এই মন্দির শহর। মোদীর বারাণসীতে যাওয়া এবং তাঁর রোড-শোকে ঘিরে শহরে নিশ্ছিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। জেলাশাসক সুরেন্দ্র সিংহ জেলার পুলিশ সুপারকে নিয়ে আজ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালীন বিরাট সংখ্যক নিরাপত্তা রক্ষী, আধা সামরিক বাহিনী এবং এসপিজি মোতায়েন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE