Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নাবালিকা ধর্ষণ ও হেনস্থার দায়ে ধৃত আইএএস

নাবালিকাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে এক প্রবীণ আইএএস অফিসারকে গ্রেফতার করল পুলিশ। বছর আটান্নর ওই অফিসারের নাম এম এইচ সবন্ত। ‘মহারাষ্ট্র কাউন্সিল অব এগ্রিকালচারাল এডুকেশন অ্যান্ড রিসার্চ’-এর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। ওই প্রোমোটি আইএএসের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় অভিযোগ জানান স্থানীয় এক পৌরপিতা। সে দিনই তাঁকে গ্রেফতার করা হয়।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০৩:৩০
Share: Save:

নাবালিকাদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে এক প্রবীণ আইএএস অফিসারকে গ্রেফতার করল পুলিশ। বছর আটান্নর ওই অফিসারের নাম এম এইচ সবন্ত। ‘মহারাষ্ট্র কাউন্সিল অব এগ্রিকালচারাল এডুকেশন অ্যান্ড রিসার্চ’-এর ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। ওই প্রোমোটি আইএএসের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় অভিযোগ জানান স্থানীয় এক পৌরপিতা। সে দিনই তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, সিনহাগড় এলাকায় সবন্তের শ্বশুরের একটি ফ্ল্যাট রয়েছে। সেখানে মাঝে মধ্যেই গিয়ে থাকতেন তিনি। সামনের পার্কে খেলতে আসত স্কুলের কিছু ছাত্রী। তাদেরই মধ্যে এক নাবালিকাকে প্রায় তিন বছর ধরে সবন্ত ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এ ছাড়াও আরও কয়েক জন কিশোরীর শ্লীলতাহানির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় একটি মিউনিসিপ্যাল স্কুলের পড়ুয়া ওই ছাত্রীরা। তাদের স্কুলে সম্প্রতি এক কাউন্সেলিং সেশনের আয়োজন হয়েছিল। সেখানে প্রথমে মুখ খোলে ধর্ষিতা কিশোরী। প্রায় একই অভিজ্ঞতার কথা জানায় আরও তিন জন। কাউন্সেলর সে কথা স্কুলের প্রধান শিক্ষিকাকে জানালে তিনি পৌরপিতাকে খুলে বলেন গোটা বিষয়টি। তার পরই অভিযোগ দায়ের হয় থানায়।

পুণের ডেপুটি কমিশনার সুধাকর পাথারে জানিয়েছেন, সবন্ত ওই শিশুদের চকোলেট বা টাকার লোভ দেখিয়ে প্রথমে বাড়তি ডেকে আনতেন। তার পর কম্পিউটারে খারাপ ছবি দেখিয়ে নির্যাতন করতেন তাদের। আজ অভিযুক্তকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সবন্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, শিশুদের প্রতি যৌন অপরাধ দমন আইন ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rape IAS pune maharashtra computer money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE