Advertisement
২০ এপ্রিল ২০২৪
Hizbul Mujahidin

বুরহানকে ইসলামাবাদের শ্রদ্ধাজ্ঞাপন! কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

প্রথমে পাক বিদেশমন্ত্রকের অফিস লস্কর-ই-তৈবার বানিয়ে দেওয়া স্ক্রিপ্ট পড়ল। আর এখন পাক সেনাপ্রধান বুরহান ওয়ানিকে মহান করে তুলল।বলল নয়াদিল্লির বিদেশমন্ত্রক।

নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি।—ফাইল চিত্র।

নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৯:২৬
Share: Save:

নিহত হিজবুল কম্যান্ডার বুরহান মুজফ্ফর ওয়ানিকে শ্রদ্ধা জানানোয় এ বার ইসলামাবাদের কঠোর সমালোচনা করল নয়াদিল্লির বিদেশমন্ত্রক। রবিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ভাগলে টুইট করে বলেন, “প্রথমে পাক বিদেশমন্ত্রকের অফিস লস্কর-ই-তৈবার বানিয়ে দেওয়া স্ক্রিপ্ট পড়ল। আর এখন পাক সেনাপ্রধান বুরহান ওয়ানিকে মহান করে তুলল। পাকিস্তানের এমন সন্ত্রাসে প্ররোচনা দেওয়াকে সবার নিন্দা করা উচিত।”

আরও পড়ুন: বুরহানের মৃত্যুদিনে পাক হানা, নিহত ২

গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ছিলেন। তিনি বলেছিলেন, “বুরহানের রক্ত কাশ্মীর উপত্যকায় স্বাধীনতার লড়াইয়ে নতুন প্রাণ সঞ্চার করেছে। কাশ্মীরের মানুষ তাঁদের আন্দোলনকে সঙ্গত পরিণতির দিকে এগিয়ে নিয়ে চলেছেন।” পাশাপাশি, বুরহানকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াও। তার পরই পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর পাক সেনাপ্রধানকে উদ্ধৃত করে টুইট করেন, “ভারতের অত্যাচারের জবাবে বুরহান ওয়ানি ও অনেক প্রজন্মের আত্মত্যাগ ওদের শপথ, দৃঢ়তারই সাক্ষ্য বহন করে।” ইসলামাবাদের তরফে গতকাল এই মন্তব্যের পরই এ দিন তার কড়া প্রতিক্রিয়া জানাল বিদেশমন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE