Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National news

পঞ্জাবে বেতনের সমান টাকা সরকারকে ফেরত দিতে হবে কর্মীদের! কেন জানেন?

কর্মচারীদের ভুল ভাঙিয়ে পঞ্জাব ট্রেজারি অফিস থেকে নোটিস দিয়ে জানানো হয়, বোনাস নয় এটা আসলে প্রযুক্তির ভুল! খুব তাড়াতাড়ি সেই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফেরত চলে যাবে বলেও জানানো হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
অমৃতসর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ১৪:১৫
Share: Save:

মাসের শেষে অ্যাকাউন্টে দ্বিগুণ বেতন! তা-ও উৎসবের মরসুমে! ভাবলেই মনটা কেমন ফুরফুরে হয়ে যায়, তাই না? অক্টোবরের বেতন পেয়েপঞ্জাব জুড়ে বেশিরভাগ সরকারি কর্মচারীদেরও ঠিক এরকমই অবস্থা হয়েছিল। তবে কি রাজ্য সরকার‘দিওয়ালির বোনাস’ দিয়েছে! পঞ্জাবের প্রায় প্রতিটা সরকারি দফতরেই জোর চর্চা চলছিল কর্মচারীদের মধ্যে।কয়েকদিন পরেই অবশ্য জল্পনার ইতি হয়। কর্মচারীদের ভুল ভাঙিয়ে পঞ্জাব ট্রেজারি অফিস থেকে নোটিস দিয়ে জানানো হয়, বোনাস নয় এটা আসলে প্রযুক্তির ভুল! খুব তাড়াতাড়ি সেই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফেরত চলে যাবে বলেও জানানো হয়েছে।

ট্রেজারি অফিস সূত্রে খবর, পঞ্জাবের বেশিরভাগ সরকারি কর্মীদের সঙ্গেই এই ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী অমৃতসরের সরকারি কর্মীরা। অক্টোবরের বেতন হিসাবে এঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকে গিয়েছে। অমৃতসর জেলা ট্রেজারি অফিসার এ কে মাইনি প্রতিটা সরকারি দফতরে নোটিস পাঠিয়ে বিষয়টি জানিয়েছেন। যাতে কোনওভাবেই কর্মীরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্ট থেকে না তোলেন তার নির্দেশ দিয়েছেন তিনি।

অফিসার এ কে মাইনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজ্য সরকারেরসফ্‌টঅয়্যারেরপ্রযুক্তিগত ক্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। খুব তাড়াতাড়ি ওই টাকা ফেরত নেওয়া হবে।

আরও পড়ুন: আচমকা চাল-টাকা সব বন্ধ, ক্ষোভে ফুঁসছে জমি আন্দোলনের গর্ভগৃহ সিঙ্গুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE