Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রিয়াং শরণার্থীদের জন্য ফের চালু সরকারি রেশন

টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পরে আজ থেকে ফের ত্রিপুরায় আশ্রিত ব্রু বা রিয়াং শরণার্থীদের রেশন ও অন্য সরকারি সহায়তা দেওয়া শুরু হল। সরকারি সহায়তা বন্ধ হওয়ায় সাধারণ শরণার্থীরা প্রবল অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।

প্রত্যাশী: ত্রিপুরায় সোমবার নাইসিং পাড়ায়। নিজস্ব চিত্র

প্রত্যাশী: ত্রিপুরায় সোমবার নাইসিং পাড়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০২:১০
Share: Save:

টানা তিন সপ্তাহ বন্ধ থাকার পরে আজ থেকে ফের ত্রিপুরায় আশ্রিত ব্রু বা রিয়াং শরণার্থীদের রেশন ও অন্য সরকারি সহায়তা দেওয়া শুরু হল। সরকারি সহায়তা বন্ধ হওয়ায় সাধারণ শরণার্থীরা প্রবল অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তাঁদের তরফে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
কাছে ফের রেশন চালুর আবেদনও জানানো হয়।

আজ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার নাইসিং পাড়ার শরণার্থী কেন্দ্রে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে সরকারি সহায়তা চালু হয়। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, কাঞ্চনপুরের বিধায়ক প্রেম রিয়াং, বিধায়ক আশিস সাহা ছাড়াও অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ সরকারি আধিকারিকেরা। রাজ্য থেকে শরণার্থীদের মিজোরামে ফেরত পাঠানোর ব্যাপারে জুলাই মাসে দিল্লিতে একটি চুক্তি হয়। সেখানে কেন্দ্রের তরফে একটি পুনর্বাসন প্যাকেজও ঘোষণা করা হয়। তাঁদের ফিরে যাওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বলা হয়, যাঁরা ফেরত যাবেন না, অক্টোবর থেকে তাঁদের রেশন বন্ধ করে দেওয়া হবে। মাত্র ২০৪ জন শরণার্থী ফেরত যান। অক্টোবরের ১ তারিখ থেকে বন্ধ হয়ে যায় রেশন। ফলে শিবিরগুলিতে খাদ্যাভাব দেখা দেয়। কয়েক জনকে হাসপাতালেও ভর্তি করতে হয়। উচ্চশিক্ষা মন্ত্রী রতনবাবুর দাবি, এর পরেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে রেশন চালুর ব্যবস্থা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ration Government Refugee Bru Reang
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE